শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ মে এমসিসি সকল ভোটারকে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শেখাবে ইসি

ইউসুফ আলী বাচ্চু: ময়মনসিংহ সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে সকল কেন্দ্র ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ব্যবহার করে ভোটগ্রহন করবে নির্বাচন কমিশন (ইসি)।এ লক্ষ্যে আগামী ৩ মে ময়মনসিংহ সিটির সকল ভোটারকে মেশিনটিতে ভোট দেওয়ার পদ্ধতি শেখাবে ইসি।

এরই মধ্যে নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে- স্থানীয় জনগণকে (এমসিসি’র ভোটার) ইভিএমে ভোট প্রদান হাতে-কলমে শেখানোর উদ্দেশ্যে নির্বাচন কমিশন আগামী ৩ মে (শুক্রবার) প্রতিটি কেন্দ্রে দু’টি করে সর্বমোট ২৫৪টি ইভএমের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুশীলনমূলক ভোটগ্রহণ করবে। এতেকরে যাতে ভোটাররা যন্ত্রে ভোট প্রদানে অভ্যস্ত হতে পারেণ।

এছাড়াও আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল ও ২ মে ১২৭টি কেন্দ্রে পাঁচ দিনব্যাপী ভোটার এডুকেশন বা শিক্ষাকার্যক্রম বা ডেমোনস্ট্রেশন পরিচালনা করা হবে। এখানেও ভোটাররা ভোটদান পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।

আগামী ৫ মে এ ময়মনসিংহ সিটি নির্বাচণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. ইকরামুলক হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই দিন কেবল কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ভোট নেবে ইসি।

দেশের সর্বশেষ ও ১২-তম এ সিটিতে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৬ হাজার ৯৩৮ জন। তারা ১২৭টি কেন্দ্রের ৮২৯টি ভোটকক্ষে ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন ব্যাকআপসহ ব্যবহার করা মোট ২ হাজার ২৬টি ইভিএম। ভোটগ্রহণ করবেন ১ হাজার ৪ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১ হাজার ৭৪১ জন পোলিং কর্মকর্তা।

ভোটগ্রহণ কর্মকর্তাদের সহায়তা করার জন্য ১৫০ জন টেকনিক্যাল সাপোর্ট ও ডাটা এন্ট্রি অপারেটর এবং সশস্ত্রবাহিনীর নিরস্ত্র সদস্যরাও থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়