শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৫:৫০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা দেশে কয়েকদিন মৃদু তাপদাহ অব্যাহত থাকতে পারে

ইউসুফ আলী বাচ্চু : সারাদেশে মৃদু তাপদাহ চলছে, আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। আজকে সবচেয়ে বেশি তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে (সর্বোচ্চ ৩৮.০২ সর্বোনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস)। আজ শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী কয়েকদিন মৃদু তাপদাহ অব্যাহত থাকতে পারে।

গরম আবহাওয়ার কারণে রাজধানীসহ সারাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঘরের বাইরে বের হলেই প্রখর রোদের তাপে শরীর পুড়ে যাচ্ছে; ঘেমে অস্থির হচ্ছে ছোটবড় সকলে। গরমের কবল থেকে রক্ষা পেতে অনেকেই ছাতা মাথায় রাস্তায় চলাফেরা করছেন। গরমে তৃষ্ণা মেটাতে বিভিন্ন জুস ও শরবতের দোকানে চাহিদা বেড়েছে। মৃদু তাপপ্রবাহের কারণে রাস্তাঘাটে বিক্রি হওয়া পানি খেয়ে অনেকেই ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন।

বৈশাখের ১৩টি দিন পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। বৈশাখের গরম শুধু রাজধানীতেই নয়, দেশজুড়েই পড়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারা দেশের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। এই দাবদাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, আজকে এবং আগামী ২ দিন তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে। এ মাসের শেষ দিকে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপটি শক্তিশালী হয়ে ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর সেটি আগামী ৩ মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। তবে তার গতিপথ কী হতে পারে, সে সম্পর্কিত তথ্য নিম্নচাপ সৃষ্টি হলে পরে হয়তো জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়