শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শূন্য হাতে দেশে ফিরেছেন ১৮০ শ্রমিক

বাংলা ট্রিবিউন : ফেরত আসা শ্রমিকপ্রতারণা ও নির্যাতনের শিকার ১৮০ শ্রমিক শূন্য হাতে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কয়েকটি ফ্লাইটে দেশে ফিরে আসেন তারা। এরমধ্যে পুরুষকর্মী আছেন ১৬৪ জন এবং নারীকর্মী ১৬ জন। এয়ারপোর্ট ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদের মধ্যে ওমান থেকে ১০৬ জন, কাতার থেকে ২৯ জন, মালদ্বীপ থেকে ১০ জন, সংযুক্ত আরব-আমিরাত থেকে ৫ জন, আলজেরিয়া থেকে ৩ জন, ফ্রান্স থেকে ১ জন, অন্যান্য আরও কয়েকটি দেশ থেকে ১০ জনসহ ১৬৪ জন ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১৬ জন, ওমান থেকে ৫ জন এবং লেবানন থেকে ২ জন নারী কর্মী ফেরত এসেছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিরে আসা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়োগকর্তা কর্তৃক নির্যাতন, বেতন না দেওয়া, কাজ না পাওয়া এবং বৈধ কাগজ থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের। বিভিন্ন দেশের ইমিগ্রেশন পুলিশ তাদের ধরে শূন্য হাতেই দেশে পাঠিয়ে দিয়েছে।

ফিরে আসা এসব কর্মীদের বিমানবন্দরে জরুরি সেবা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। সংস্থাটির প্রোগ্রাম হেড শরিফুল হাসান বলেন, ‘আমাদের অনেক অভিবাসী কর্মীরা খালি হাতে দেশে ফিরে আসছে প্রতিনিয়ত। ফিরে আসার পর তাদের পাশে কেউ দাঁড়ায় না। একমাত্র ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রতিবার এগিয়ে আসে তাদের সাহায্যে।এখন পর্যন্ত আমরা ২ হাজার ৫০০ জনকে জরুরি সহায়তা দিয়েছি। আমাদের এই কাজের পাশে সবসময় এয়ারপোর্ট এপিবিএন, প্রবাসী কল্যাণ ডেস্ক, ইমিগ্রেশন বিভাগকে পেয়েছি। তারা সবসময় আমাদেরকে সাধুবাদ জানায় এই কাজের জন্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়