শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি বহিষ্কার করলেও দলে আছি, বললেন জাহিদুর

মোহাম্মদ মাসুদ : ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমান বলেন, জনগণের ইচ্ছাতেই শপথ নিয়েছি। দল আমাকে বহিষ্কার করতে পারে জেনেও দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছি। তবে দল বহিষ্কার করলেও আমি দলে আছি। এখানে সরকারের কোন হাত নেই। ডিবিসি

বহিষ্কার স্বত্বেও আমি বিএনপির একজন নিবেদিত প্রাণ। গণতন্ত্রের স্বার্থে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাহিদুর বলেন, বিএনপির যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দিয়েছে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি সংসদে প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো যে, পুলিশ বাদী হয়ে যে মামলাগুলো দিয়েছে সেগুলো প্রত্যাহার করুন। সেই সঙ্গে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন গণতন্ত্রের স্বার্থে মুক্তি দেয়া হয়, এটাই আমার প্রথম অঙ্গিকার। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব বলেন।

শপথ নেয়ার পর দল তো আপনাকে বহিষ্কার করতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি করতে পারে, জেনেশুনেই শপথ নিয়েছি। দল যদি মনে করে বহিষ্কার করবে, করতে পারে। কিন্তু আমি দলেই আছি। বহিষ্কার করলেও আমি বিএনপিরই একজন নিবেদিত প্রাণ। ছাত্রজীবন থেকে দীর্ঘ ৩৮ বছর ধরে আমি বিএনপির সঙ্গে সম্পৃক্ত। বিএনপি আমাকে বহিষ্কার করলেও আমি তো বিএনপি থেকে বহিষ্কার হব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়