শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সড়র দুর্ঘটনায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সুজন কৈরী : রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের সড়কে দুর্ঘটনায় ফাহমিদা হক লাবণ্য (২১) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সিইসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লাবণ্য অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের বাইকে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় লাবণ্যকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়ার পর তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় আহত রাইডার সুমনকে হাসপাতালে পায়নি পুলিশ।

শেরেবাংলা নগর থানার এসআই নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে আশপাশের কেউই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। পুলিশ দুর্ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে। তবে কয়েকজনের সঙ্গে কথা জানা গেছে, একটি দ্রæতগামি কাভার্ড ভ্যানের ধাক্কায় লাবণ্যর মৃত্যু হয়।

এসআই বলেন, হৃদরোগ ইনস্টিটিউট থেকে ‘৯৯৯’ এ ফোন করে বলা হয়, দুর্ঘটনায় আহত দুইজন তাদের হাসপাতালে এসেছে। সেখান থেকে থানায় ফোন দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে আশপাশের অনেকের সঙ্গে কথা বলেছি। তারা কেউই নিজ চোখে দেখেনি। আশপাশে যেসব সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো ঘটনাস্থল কাভার করে না। তবে যারা বলছেন কাভার্ড ভ্যানের কথা তারাও শুনেছেন বলে জানিয়েছেন। লাবণ্যের তার বাসা শ্যামলীর ৩ নম্বর রোডে। হাসপাতালে তার পরিবারের সদস্যরা ছিলেন।

তিনি আরো বলেন, লাবণ্য অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ে করে যাচ্ছিলেন। দুর্ঘটনায় রাইডার সুমনও আহত হয়েছেন। কিন্তু পুলিশ আসার আগেই তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। তার প্রেসক্রিপশনটিও নেননি। তাকে ফোন দিলেও বন্ধ পাওয়া যাচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়