শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিলার সব অভিযোগ অস্বীকার করলেন নওশীন

মহিব আল হাসান : বুধবার (২৪ এপ্রিল) সংবাদ সম্মেলন করে স্বামী ও শাশুড়ির নির্যাতন করা ও তার সংসার ভাঙার বিষয়ে কথা বলেন পপ তারকা মিলা ইসলাম। অনুষ্ঠানে মিলা দাবি করেন, তার সহকর্মী হিল্লোল এর স্ত্রী অভিনেত্রী নওশীন নেহেরীনের সাথে তার স্মামীর অবৈধ সম্পর্কই সংসারের বিচ্ছেদ ঘটে। নওশীন ছাড়াও আরও একাধিক নারী ও একুশে টিভির এক নারী কর্মকর্তার নাম জড়ান মিলা।

নওশীনের বিষয়ে মিলা বলেন, আমার সঙ্গে তখনও ডিভোর্স হয়নি। কিন্তু তখনই আমার সহকর্মী হিল্লোল ভাইয়ের স্ত্রী নওশীনের সম্পর্ক ছিলো। তারা সামাজিক মাধ্যমে ছবি অশ্লীল ছবি আদান প্রদান করতো। নিজের সংসার ভাঙার জন্য অভিনেত্রী নওশীনকে দায়ি করেন মিলা। সংবাদ সম্মেলনে নওশীনের সঙ্গে তার ফোন আলাপের রেকোর্ডও সাংবাদিকদের শোনান।

মিলার এমন অভিযোগের ভিত্তিতে করে নওশীনের সাথে যোগাযোগ করলে নওশীন বলেন, ‘মিলাকে আমি অনেক পছন্দ করি। সে যে কথাগুলো আমার বিষয়ে বলছে তা সব ভুল বলছে। আমার নিজের সংসার রয়েছে তারপরও অন্য কারও সাথে কেনও আমার সম্পর্ক থাকবে? আর এমন কিছু করলে আমার সংসার কীভাবে টিকে থাকবে? আর আমার সংসার রেখে ওর ঘর ভাঙব কেন?

মিলার সব অভিযোগ অস্বীকার করে নওশীন জানান, মিলার পাইলট স্বামীর সঙ্গে বিমানবন্দরে একবার দেখা হয়েছিল এছাড়া আর কখনও দেখা হয়নি।

ম্যাসেঞ্জারে ছবির বিষয়ে জানতে চাইলে নওশীন বলেন, ‘ তার স্মামীর মোবাইলে আমার ছবি আছে সেটা আমি জানি না আর থাকলেই বা আমি কি করতে পারি? তাছাড়া আমার নামে একাধিক ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট আছে। সে গুলোর দায়ভার আমি কেন নিবো?’

উল্লেখ, ২০১৭ সালের ১২ মে বিয়ে করেছিলেন মিলা ইসলাম ও পারভেজ সানজারি। তার স্বামী সানজারি পেশায় বৈমানিক। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়