শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড করলো দেশ

শাহীন চৌধুরী: দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। আর এই রেকর্ডের অংশ হিসেবে এই প্রথম ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছুঁয়েছে দেশ। নতুন এই তথ্য জানিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানায়, বুধবার রাত ৮টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াটের মাইলফলক স্পর্শ করে। তখন দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট। এটিই দেশে এক দিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।

উল্লেখ্য, গত বছর এক দিনে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১১ হাজার ৬২৩ মেগাওয়াটের। এর পর গতকাল বুধবার এক দিনে ৪৩৪ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হয়েছে। গত ২৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশা ব্যক্ত করেছিলেন যে, দুই মাসের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াবে। এক মাসের মধ্যেই প্রতিমন্ত্রীর উল্লেখিত সেই লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ।

বিপিডিবি সূত্রে জানা গেছে, এই গ্রীষ্মে আরো ৮০০ মেগাওয়াটের নতুন কেন্দ্র চালু হচ্ছে। গ্রীষ্ম ও রমজানকে সামনে রেখে এবার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ মনোযোগ দিয়েছে সরকার। ইতিমধ্যে সব উৎপাদন এবং বিতরণকারী কোম্পানির সঙ্গে পৃথক বৈঠক করে বিশেষ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দেওয়া হয়েছে।

বিপিডিবি’র পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, গ্রীষ্ম নিয়ে বিদ্যুৎ বিভাগের যে প্রস্তুতি রয়েছে তাতে কোনও সমস্যা হবে না। তিনি বলেন, কোন বড় ধরনের সমস্যা না হলে সব গ্রাহকই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়