শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১১:১৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুযোগ ও সক্ষমতা কাজে লাগিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সম্ভব : স্পীকার

আসাদুজ্জামান সম্রাট : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারীরা পারিবারিকভাবেই অর্থনীতির সাথে যুক্ত। সুযোগ ও সক্ষমতা কাজে লাগিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রক্রিয়া সহজ হলে তারা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসছে নারীরা। সকল পেশাতেই নারীর ক্ষমতায়ন আজ দৃশ্যমান।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইউএনডিপি এবং বাংলাদেশ ওমেন অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডাব্লিউসিসিআই) আয়োজিত "ওমেন'স ইকনোমিক এমপাওয়ারম্যান্ট ইন বাংলাদেশ " শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন নারী উদ্যোক্তা ফেরদৌসী সুলতানা বেগম এবং শারমিন ইসলাম।

স্পীকার বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নারী শিক্ষার প্রসার ও নারী প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। পরনির্ভরশীলতা কাটিয়ে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। সুদীর্ঘ পথ পরিক্রমায় নারীরা অন্তরায় কাটিয়ে সকল বাঁধা বিপত্তির উত্তোরন ঘটিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে প্রয়োজন নিরাপদ কর্মপরিবেশ।

তিনি বলেন, সামাজিক প্রতিবন্ধকতা যুগে যুগে ছিল। সে সকল প্রতিবন্ধকতাকে জয় করে পশ্চাৎপদ ও প্রান্তিক নারীগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে হবে, তবেই অর্ন্তভূক্তিমূলক উন্নয়ন হবে। সেলাই, ব্লক, বাটিকই শুধু নয় ঋণ সুবিধা পেলে অন্যান্য ব্যবসায়ও নারীরা সক্ষমতার স্বাক্ষর রাখতে পারবে। ফলশ্রুতিতে অর্ন্তভূক্তিমূলক প্রবৃদ্ধি অর্জিত হবে। বারবার নদী ভাঙ্গনের পরও এদেশের নারীরা পুনর্বার ঘর বাঁধে। সুতরাং এদেশের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কিছু সময়ের ব্যাপার।

ড. শিরীন শারমিন বলেন, নারী উদ্যোক্তাগণ উৎপাদিত পণ্য যাতে সহজে রাজারজাত করতে পারে সেই উদ্যোগ নিতে হবে। ‘জয়িতা’ এর মত প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে পণ্য বিপণনে নতুন মাত্রা যোগ হবে এবং নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরী হবে। তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। জেন্ডার বেইজড সহিংসতা প্রতিরোধের পাশাপাশি প্রতিকারের উপায় বের করা উচিত। এ সময় তিনি মাদ্রাসা ছাত্রী নুসরাতের মতো আর যেন কোন সহিংস ঘটনা সংঘটিত না হয় সে বিষয়ে সকলকে সচেতন হতে আহবান জানান।

সেলিমা আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ওয়াসিকা আয়েশা খান এমপি, আয়েশা ফেরদৌস এমপি,ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, নারী উদ্যোক্তা রোকেয়া কবির এবং তাসলিমা সুলতানা খানম। এছাড়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়