শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১১:০৭ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে ১৭৭টি গাড়ির বিরুদ্ধ প্রসিকিউশন

মাসুদ আলম : রাজধানীতে অভিযান চালিয়ে ৭৭১টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ১৭৭টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১৭৭টি গাড়ি রেকারিং ও ৭টি গাড়ি ডাম্পিং করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল টাস্কফোর্স। গতকাল দিনভর এ অভিযান চলে। তার মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ জয়কালী মন্দির ও দয়াগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০টি গাড়ি তল্লাশী করে ৫২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৩০টি গাড়ি রেকারিং ও ১টি গাড়ি ডাম্পিং করে। এছাড়া ট্রাফিক পশ্চিম বিভাগ মিরপুর-১, টেকনিক্যাল ও শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে ২০১টি গাড়ি তল্লশী করে ৪৮টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৩৭টি গাড়ি রেকারিং ও ৫টি গাড়ি ডাম্পিং করে। ট্রাফিক উত্তর বিভাগ বাড্ডা, নতুনবাজার ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ২১০টি গাড়ি তল্লাশী করে ৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৬০টি গাড়ি রেকারিং করে। এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ কলাবাগান ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ২১০টি গাড়ি তল্লশী করে ৪২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৫০টি গাড়ি রেকারিং ও ১টি গাড়ি ডাম্পিং করে । গত ২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত রাজধানীতে এ অভিযান চলবে। ট্রাফিক পুলিশরা বলছেন, ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে নামে নেমেছে স্পেশাল টাস্কফোর্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়