শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৮:৫১ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার কারণ ব্যাখ্যা করলেন নারিন

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপের জন্য অংশ নেওয়া দল গুলো আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করলেও সর্বশেষ স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের বড় চমক স্কোয়াডে জায়গা হয়নি দলটির অন্যতম স্পিনার সুনিল নারিন। তবে কেনো তিনি জায়গা পাননি তার কারণ নিজেই ব্যাখ্যা দিয়েছেন।

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে আঙ্গুলে চোট পেয়েছিলেন নারাইন। যেকারণে খেলতে পারেননি পিএসএলের প্রথম ভাগে। আঙ্গুলের ইনজুরি এখনও পুরোপুরি সেরে উঠেনি তার। ইনজুরি নিয়ে টি-টোয়েন্টি ম্যাচে খেলা চালাতে পারলেও ওয়ানডে ম্যাচে সেটা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। যার কারণে বিশ্বকাপে জায়গা হয়নি তার। তবে সেই ইনজুরি পুরোপুরি সেরে না উঠলেও খেলছেন আইপিএলে।

নারিন বলেন, ‘আমি মনে করি আমার আঙ্গুল এখনও ওয়ানডে খেলার জন্য প্রস্তুত না। চোট নিয়ে আমি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবো সেখানে মাত্র ৪ ওভার বোলিং করতে হয়। কিন্তু সেখানেও এতো সহজ না আমার জন্য। ফিজিওর সাহায্য নিতে হয় আমাকে। এটাই আমাকে আটকে ধরে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য। দলের জন্য নিজের সেরাটা দিতে পারবো না এই চোট নিয়ে।’

তবে বিশ্বকাপের মাঝপথে এসে আঙ্গুলের ইনজুরি পুরোপুরি সেরে উঠার কথা নারিনের। সে সময় বিশ্বকাপ দলে বদলি ক্রিকেটারের প্রয়োজন হলে প্রস্তুত থাকবেন তিনি। তার ভাষায়, ‘এই মুহূর্তে নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। আমি চাইনা কেউ ইনজুরিতে পড়ুক। তবে যদি হয় আর আমি খেলার মত অবস্থায় থাকি তাহলে যেকোন সময় মাঠে নামতে প্রস্তুত আছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়