শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দামে ৮৪০ কোটি টাকার পানি ক্রয়

নুর নাহার : বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লার দামে ৮৪০ কোটি টাকার পানি কিনেছে। দেশের একমাত্র কয়লা খনি বড়পুকুরিয়া। পাশেই চলছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। কয়লায় শতকরা ৫ ভাগ পানি থাকার কথা থাকলেও সরকারি হিসেবে তা ছিল প্রায় ১৭ ভাগ। এটি নির্ধারিত পরিমাণের চেয়ে তিন গুণেরও বেশি। মন্ত্রণালয়ের নির্দেশে ১ এপ্রিল থেকে আর বাড়তি পানি গ্রহণ করছে না পিডিবি। যমুনা টিভি

কনজ্যুমার অ্যাসোসিয়েশনের জ¦ালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, এই পানি অন্য কোথাও থেকে নাজিল হয়নি। বড়পুকুরিয়ার তাপ বিদ্যু কেন্দ্র এই পানি কয়লার দামে কিনেছে। তাহলে বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র, খনি কর্তৃপক্ষ, মন্ত্রণালয় ও পেট্রোবাংলাকে বলতে হবে এ পানি কোথা থেকে এসেছে ।

প্রতি টন কয়লার দাম ১৩০ ডলার। ১ ডলারে ৮৩ টাকা ধরলে মূল্য দাঁড়ায় ১০ হাজার ৭৯০ টাকা। সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিনমাসে বাড়তি পানি এসেছে ২৪ হাজার টনেরও বেশি। আর সেই পানি কয়লার দামে কেনায় ক্ষতি ২৬ কোটি টাকা। ২০০৫ থেকে ২০১৮ এর জুন পর্যন্ত ৬৬ লাখ টনে, ৭ লাখ ৭৮ হাজার টন বাড়তি পানি এসেছে কয়লার সাথে। টাকার অংকে প্রায় ৮৪০ কোটি।

শামসুল আলম আরো বলেন, দুর্নীতি দমন কমিশনকে না হলে সিআইডিকে বলতে হবে। রাষ্ট্রের কোনো না কোনো অর্গানাইজেশনকে এই পানি কোথা থেকে এলো আর এ পানি দিয়ে আমাদের এতোগুলো টাকা নিয়ে গেলো তার কৈইফিয়ত এবং তার বিচার আমরা চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়