শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়নি বরং যা পেত তার থেকে কম দেয়া হচ্ছে, বললেন রাজেকুজ্জামান রতন

ফাতেমা ইসলাম : বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, ২০১৩ সালে যার বেতন ৫ হাজার টাকা ছিলো তার বার্ষিক ইনক্রিমেন্ট যে হারে হয়েছে সেটা যদি করা হয় তাহলে এবার যে ৮ হাজার করা হলো তার চেয়ে বেশি হয়। তাদের ব্যাপারে যদি স্বাভাবিক ইনক্রিমেন্টটা হতো তাহলে বর্তমান যে মজুরি পায় তার থেকে বেশি পেতো। এখানে শ্রমিকের মজুরি বৃদ্ধির যে কথা হয়েছিলো সেটা তো হয়নি বরং মজুরি কম হয়েছে। এনটিভি

তিনি বলেন, সরকার বলেছে আমাদের মাথাপিছু আয় বেড়ে ১৯০৯ ডলার হয়েছে। এ হিসাবে ৫ সদস্যের একটি পরিবারের মাসিক আয় হওয়ার কথা ৬৬ হাজার টাকা। কোন গার্মেন্ট শ্রমিকের যদি স্বামী-স্ত্রী দু’জনই কর্মক্ষম হয় তো তারা চাকরি করে কি ৬৬ হাজার টাকা আয় করতে পারে? কর্মক্ষম মানুষই যদি এভারেজের নিচে চলে যায় তখন বৃদ্ধ ও শিশুরা কোথায় গিয়ে দাঁড়াবে।

তিনি আরো বলেন, গার্মেন্ট মালিকরা সরকারের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছে শ্রমিকরা কি সে সহযোগিতা পেয়েছে, পায়নি। এখানেও বৈষম্য, মজুরির ক্ষেত্রেও বৈষম্য। যদি সামরিক বাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা রেশন পায় তহলে আমাদের শ্রমিকরা কেনো রেশন পাবেনা। তাদের জন্য নাকি ওএমএস’র ব্যবস্থা করা হয়েছে, তো তারা কি কারখানায় যাবে নাকি চাউল কেনার জন্য লাইনে দাঁড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়