শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০২:৫৯ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ মাস আগে শ্রীলঙ্কা হামলার সতর্কতা দেয়া হয়েছিলো, নাম-ঠিকানা জানিয়েছিলো ভারতের গোয়েন্দারা

আব্দুর রাজ্জাক : শ্রীলঙ্কায় সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে ৪ মাস আগে সতর্কতা দিয়েছিলো বিদেশি গোয়েন্দারা। সন্দেহভাজন কথিত ইসলামপন্থী উগ্রবাদী সংগঠন সহিংস হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছিলো। ভারতের গোয়েন্দারা সম্ভাব্য একটি সন্ত্রাসী সংগঠনের নেতাদের নাম-ঠিকানাসহ তথ্য দিয়েছিলো। এনডিটিভি, গার্ডিয়ান

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার গির্জা ও বিলাসবহুল হোটেলে ভয়াবহ জঙ্গি হামলায় ৩৫৯ জন নিহত ও আরো ৫ শতাধিক আহত হয়। সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করে শ্রীলঙ্কাকে ১০ দিন আগে সতর্ক করে ভারত। দেশটির গোয়েন্দারা একটি গ্রুপের নেতা, সাধারণ সদস্যদের নাম-ঠিকানা ও তাদের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্যসহ ৩ পৃষ্ঠার একটি উপদেশ পত্র দিয়েছিলো। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনকে আটক করেছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।

ভারতের গোয়েন্দাদের উপদেশ পত্রে ন্যাশনাল তৌহিদ জামায়া’থ নামে একটি দলের নাম, নেতাদের মোবাইল নম্বরসহ পূর্ব ইতিহাসসহ বিস্তারিত তথ্য ছিলো। শ্রীলঙ্কার গোয়েন্দাদের কাছে হস্তান্ত করা গত ১১ এপ্রিলের নথিতে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে গির্জা ও ভারতীয় হাইকমিশনের নাম উল্লেখ করা হয়েছিলো। তবে ইতোমধ্যেই গণমাধ্যমে শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

উল্লেখ্য, প্রায় ৩ সপ্তাহ আগে ভারতীয় গোয়েন্দাদের পাঠানো সতর্কতা আনুষ্ঠানিকভাবে জারি করতে না পারায় বুধবার কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়