শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেইল ও রাসেলকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ। দলে জায়গা পেয়েছেন ফর্মে থাকা আন্দ্রে রাসেল ও ক্রিজ গেইল। বাদ পড়েছেন সুনিল নারিন, মারলন স্যামুয়েলস এবং কাইরন পোলার্ডের মতো সিনিয়র ক্রিকেটাররা।

বিশেষ করে আইপিএলে দারুণ ফর্মে থাকা পোলার্ড ও নারিনকে বিশ্বকাপের জন্য বিবেচনা করার সম্ভাবনা জাগলেও নির্বাচকরা ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা সিরিজে খেলা ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছেন।

উইন্ডিজদের বিশ্বকাপ দলের নেতৃত্বে থাকছেন জেসন হোল্ডার। ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল খুঁজে পাওয়া যায় ১৫ সদস্যের স্কোয়াডে। টপ অর্ডারে ক্রিস গেইল, ড্যারেন ব্রাভোর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা বিশ্বকাপ স্কোয়াডে আছেন।

এছাড়া তরুণ ওপেনার এভিন লুইসও প্রত্যাশিতভাবে জায়গা করে নিয়েছেন। শাই হোপ, শিমরণ হেটমিয়ার, নিকলাস পুরানরা প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ খেলবেন।

আন্দ্রে রাসেলের সাথে অধিনায়ক হোল্ডার, কার্লোস ব্রাথওয়েটরা অলরাউন্ডারের দায়িত্ব পালন করবেন।

বোলিং আক্রমণে শেলডন কোট্রেল, ওশান থমাসের ও অভিজ্ঞ কিমার রোচে সাথে চমকের নাম হিসেবে থাকছেন শ্যানন গ্যাব্রিয়েল। মূলত টেস্টের নিয়মিত বোলার হলেও আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিবেচনা করা হয়েছে তাঁকে, একই সাথে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন তিনি।

উইন্ডিজ স্কোয়াডের দুই স্পিনার হলেন অ্যাশলে নার্স ও ফাবিয়ান অ্যালেন।

উইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ড্যারেন ব্রাভো, এভিন লুইস, শাই হোপ, শিমরণ হেটমিয়ার, শেলডন কট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল, ওসানে থমাস, অ্যাশলে নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, ফাবিয়ান অ্যালেন, কিমার রোচ, নিকোলাস পুরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়