শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আইসিইউতে মৃত ৮০ শতাংশ রোগীর শরীরে সুপারবাগ

দেবদুলাল মুন্না : দেশের হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে যারা মারা যান তাদের শতকরা ৮০ ভাগই মারা যান অ্যান্টিবায়োটিক সহনশীল ব্যাকটেরিয়ায়। এসব ব্যাকটেরিয়াকে প্রচলিত অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র চিকিৎসক ও ফার্মোকলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমানকে উদ্বৃত করে এমনটিই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ২০১৮ সালে ৯০০ রোগী এই ইউনিটে ভর্তি হন। যার মধ্যে মারা যান ৪০০ জন। মৃতদের মধ্যে শতকরা ৮০ জনেরই ব্যাকটেরিয়াল বা ছত্রাকজনিত সংক্রমণ ছিলো। আর এসব সংক্রমণ ছিলো অ্যান্টিবায়োটিক সহনশীল। এ অবস্থা থেকে উত্তরণের পরামর্শ হিসেবে ডা. সায়েদুর রহমান বলেন, ‘নজরদারি আরও জোরদার করতে হবে। যেখানে সেখানে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে। কেবল নিবন্ধিত হাসপাতালগুলো থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ীই অ্যান্টিবায়োটিক বিক্রির ব্যবস্থা করতে হবে।’

বিএসএমএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের প্রধান আহমেদ আবু সালেহ বলেন, ‘বাংলাদেশের সব আইসিইউতে মারা যাওয়া মোট রোগীর ৭০ শতাংশের মৃত্যুর পেছনে অ্যান্টিবায়োটিক সহনশীল ব্যাকটেরিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। অথচ ১০ বছর আগেও পরিস্থিতি এতটা ভয়াবহ ছিলো না।’

তিনি বলেন, ‘ভবিষ্যতে ব্যবহার করার মতো কার্যকর কোনো অ্যান্টিবায়োটিক আমাদের হাতে নেই। বর্তমানে যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, সেগুলো কার্যকারিতা হারিয়ে ফেলছে। এ কারণে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।’ সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়