শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসের মালিকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিউজে ডেস্ক : রাজধানীর নর্দ্দায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপরদিকে মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া সুলতানা মুক্তাকে বাস চাপা দিয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) বুধবার এই অভিযোগপত্র জমা দেয়। প্রথম আলো।

এই তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শেখ রকিবুর রহমান। বাসচাপা দিয়ে আবরারকে মেরে ফেলার ঘটনায় অভিযোগপত্রভুক্ত চার আসামি হলেন সুপ্রভাত পরিবহনের কনডাক্টর ইয়াছিন, বাস মালিক গোপাল সরকার, সুপ্রভাত পরিবহন রুটের সভাপতি আলাউদ্দিন ও রুটের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন।

সিনথিয়াকে বাসচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযোগপত্রভুক্ত ছয় আসামি হলেন বাস চালক সিরাজুল ইসলাম, চালকের সহকারী ইব্রাহিম, সুপ্রভাত পরিবহনের কনডাক্টর ইয়াছিন, বাস মালিক গোপাল সরকার, সুপ্রভাত পরিবহন রুটের সভাপতি আলাউদ্দিন এবং রুটের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) উপকমিশনার মশিউর রহমান বুধবার রাতে  বলেন, বাসচাপা দিয়ে আবরারকে মেরে ফেলার মামলায় দণ্ডবিধির ৩০৪সহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এই ধারার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

গত ১৯ মার্চ সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় বসুন্ধরা আবাসিক এলাকার সামনে নর্দ্দায় আবরার নিহত হন। এর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওই ঘটনায় আবরারের বাবা গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, ১৯ মার্চ বিইউপির শিক্ষার্থী আবরারকে চাপা দেওয়ার সময় বাসটি চালাচ্ছিলেন কন্ডাক্টর ইয়াছিন আরাফাত। ওই ঘটনার কিছুক্ষণ আগে বাসটির মূল চালক গুলশানের শাহজাদপুরে কলেজছাত্রী সিনথিয়া সুলতানাকে চাপা দেওয়ায় ট্রাফিক পুলিশের হাতে আটক হন। ওই ঘটনায় গুলশান থানায় হওয়া মামলায় সিরাজুলকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি ২৮ মার্চ নিজের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়