শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্জালে ঝড় তুলেছে শাহজাহান শুভ’র ‘তোর কারণে’

নিজস্ব প্রতিবেদক : আলোচনায় এসেছে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শাহজাহান শুভ’র ‘ তোর কারণে’ গানের মিউজিক ভিডিও। গানটি যন‡ঙ প্রশংসায় ভাসছেন এই শিল্পী। গত ১৩ এপ্রিল সিডি চয়েজ মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় 'তোর কারণে'। গানটি ইতোমধ্যে প্রায় ৫ লাখ ভিউ হয়েছে। গানের কথা লিখেছেন রাকিব ইমরান, সুর করেছেন মাসুম। ভিডিও নির্মাণ করেছে সিডি চয়েজ মিউজিক টিম। সঙ্গীতায়োজন করেন অরণ্য আকন। ভিডিওতে অভিনয় করেছেন আনান ও আঁখি।

গানটি প্রসঙ্গে শিল্পী শাহজাহান শুভ বলেন, অনেকটা প্রত্যাশিতভাবেই সিডি চয়েজ মিউজিকের কর্ণধার ইমদাদ সুমন ভাই একদিন আমার ম্যাসেঞ্জারে গানটি পাঠান। তিনি বলেন গানটি আমার জন্য তৈরি করা হয়েছে। এর ঠিক এক সপ্তাহ পর আমি গানে ভয়েজ দেই। ‘তোর কারণে আমার ভীষণ ভালো লাগার একটি গান। ইতোমধ্যে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। গানটি যে শ্রোতারা এভাবে গ্রহণ করবেন তা আমার ভাবনায় ছিল না। অনেকেই গানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। আমার ম্যাসেঞ্জারে প্রশংসা করছেন। এ ধরনের ফিডব্যাক আমাকে আরও ভালো কাজে প্রাণিত করছে।

গানটি প্রসঙ্গে সিডি চয়েজ মিউজিকের কর্ণধার ইমদাদ সুমন বলেছেন, অনেকটা অনটেস্ট হিসেবেই গানটি গাওয়ার জন্য শাহজাহান শুভ ভাইকে নির্ধারণ করি। ভয়েজ দেয়ার পর দেখলাম উনি অসম্ভব সুন্দর গেয়েছেন। এরপর আমি ‘তোর কারণে’ বৈশাখী গানের তালিকায় অন্তর্ভূক্ত করি। গত ১৩ এপ্রিল গানটি ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে ছাড়ার পর ভালো সাড়া পাচ্ছি। আশা করি গানটি অনেক দূর যাবে।

গানটির গীতিকার রাকিব ইমরান বলেন, শাহজাহান শুভ ভাই গানটি অসাধারণ গেয়েছেন। শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।

গানটির সুরকার মাজহারুল ইসলাম মাসুম বলেন, গানটি নিয়ে আমি শুরুতেই ভয়ে ছিলাম। অনেক সুন্দর কথার সুরটা শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী হয় কিনা। শাহজাহান শুভ ভাই ভয়েজ দেয়ার পর আমার সেই ভয় কেটে যায়। গানটি নিয়ে প্রত্যাশা বেড়ে যায়। শেষ পর্যন্ত স্রোতারা গানটি ভালোভাবে গ্রহণ করায় আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়