শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেমুরবিপ্রবিতে ‘ডিজেস্টার এন্ড রেসপন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) 'ডিজেস্টার এন্ড রেসপন্স ম্যানেজমেন্ট' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগ কর্তৃক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সহযোগী হিসেবে কাজ করে গোপালগঞ্জের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগ।

উক্ত অনুষ্ঠনে ইএসডি বিভাগের সভাপতি মোঃ মুহাইমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আশিকুজ্জামান ভূইয়া (প্রক্টর), বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার।

ইএসডি বিভাগের সভাপতি মোঃ মুহাইমিনুল ইসলাম বলেন, 'প্রায়শই আমরা প্রাকৃতিক কিংবা মানুষের তৈরি দুর্যোগের সম্মুখীন হচ্ছি। ফলে আমাদের জীবন বিপন্নতার হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং যেকোন দুর্ঘটনা যেনো সফলভাবে মোকাবেলা করতে পারি এ জন্য এই প্রশিক্ষণ-কর্মশালার আয়োজন করেছি।'

এছাড়াও উপস্থিত ছিলেন, আইন অনুষদের ডীন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, ইএসডি বিভাগের শিক্ষক মোঃ রাশেদুজ্জামান পবিত্র, মোঃ রাজীব হোসেন, শারমিন আক্তার, ফেরদৌসী সুলতানা সহ ইএসডি বিভাগের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়