শিরোনাম
◈ জবির দুইজন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে: ডিবি  ◈ খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ২৫ মার্চের মধ্যে: আইনমন্ত্রী ◈ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লালকার্ড দেখালো জবি শিক্ষার্থীরা ◈ ঈদে যানবাহনে ছাদে, ট্রাক-পিকআপে যাত্রী নেয়া যাবে না: হাইওয়ে পুলিশ প্রধান ◈ নির্যাতন চালিয়ে সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না: মির্জা ফখরুল ◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিলম্বে নির্বাচন, খালেদা জিয়ার সুচিকিৎসা, ইলিয়াস আলীকে খুঁজতে কমিশন গঠনে সংসদে মোকাব্বিরের দাবি

তরিকুল সুমন : গণফোরামের প্রতীক নিয়ে বিজয়ী একমাত্র সংসদ সদস্য মোকাব্বির হোসেন খান প্রধানমন্ত্রীকে অনতি বিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন দেবার আহ্বান জানান। যে নির্বাচনে সর্ব দল অংশ গ্রহণ করবে। তিনি বলেন, এমন একটি নিরপেক্ষ ও সুষ্টু নির্বাচন আপনি দিন মাননীয় প্রধানমন্ত্রী যা প্রশ্ন বিদ্ধ হবে না। সকলের গ্রহণযোগ্য হবে।

তিনি বলেন, আপনি মহান নেতা বঙ্গবন্ধু কন্যা, আপনি এটা জাতিকে উপহার দেবেন এটা জাতি আশা করে। জাতি চায় দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আবারো অনতি বিলম্বে হোক, যাতে সবাই স্বেচ্ছায় অংশ নেবে।

বুধবার জাতীয় সংসদে তার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে স্বাগত বক্তব্যে এসব কথা না বলার আহ্বান জানান। তিনি বাবে বারে তাবে বক্তব্য সংক্ষিপ্ত করার আহ্বান জানালেও মোকাব্বির তা না শুনে বক্তব্য চালিয়ে যেতে থাকেন। পরে স্পিকার একসময় তার মাইক বন্ধ করে দেন। এসময় সরকার দলীয় সংসদ সদস্যরা চিৎকার করে তাকে বাঁধা দিতে থাকেন।
তিনি এসময় বিএনপি চেয়ারপার্সন সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, খালেদা জিয়ার জেলে চিকিৎসার বিষয়ে অনেক অসন্তোষ রয়েছে, জেলে তার সুচিকিৎসা হচ্ছে না, এ নিয়ে অনেক লুকো চুরি আছে, সরকারকে এসময় খালেদা জিয়ার সু চিকিৎসা নিশ্চিত করার আহ্বান এবং এর একটা সুষ্ঠু  সমাধানের দাবি করেন মোকাব্বির খান।

ড. কামাল হোসেনকে একজন মহান নেতা বলে আখ্যায়িত করে তিনি বলেন, ড. কামালের নেতৃত্বে যে ঐক্য তা স্বাধীনতা বিরোধী ঐক্য নয়, এটা স্বাধীনতার পক্ষের ঐক্য। এখানে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান নেই। মোকাব্বির খান নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করার আহ্বান জানিয়ে এ নিয়ে একটি কমিশন গঠনের দাবি জানান। তাকে খুজে বের করা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি।
মোকাব্বির খান বলেন, দেশে ব্যাংক লুট পাট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। এর বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়