শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর বিকাশে পুষ্টি ও নিরাত্তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেগুলো নিশ্চিত করতে হবে, বললেন ফেরদৌসি খানম

মোহাম্মদ মাসুদ : ব্রাক ইন্সিটিটিউট অব ডেভেলপমেন্টের শিক্ষক ফেরদৌসি খানম বলেন, শিশুর পুষ্টি, নিরাত্তার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। একইভাবে তার অন্যান্য বিকাশের যে ক্ষেত্রেগুলো আছে সেগুলো নিশ্চিত করতে হবে। বিবিসি

তিনি বলেন, শিশুর বিকাশে তার সাথে অনেক খেলতে হবে। বাবা-মা দুজনকেই শিশুর সথে খেলা, গল্প, ছড়া বলতে হবে। শিশুকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুড়তে যেতে হবে এবং ইতিবাচক অভিজ্ঞতা দিতে হবে যেটা শিশুর বিকাশকে নিশ্চিত করবে।

ফেরদৌসি খানম বলেন, ‘আর্লি চাইল্ডহুডে’ শিশুর বিকাশের ভিতটা তৈরি করে দিতে হবে। সেটা নিশ্চিত করা না হলে পরবর্তী জীবনে অনেক সমস্যার মুখে পড়তে পারে। যেমন-যদি আমি শিশুর সাথে কথা না বলি ওর ভাষার বিকাশটা হবে না। তাকে গল্পের বই পড়ে না শুনাই সে শব্দ শুনতে পারবে না। তার সাথে ইন্টার‌্যাক্ট করতে হবে। তাহলেই তার ভাষার বিকাশটা নিশ্চিত হবে।

তিনি বলেন, তাকে অন্য শিশুদের সাথে মিশতে দিতে হবে। তাকে নিয়ে খেলতে যেতে হবে। তাহলে সামাজিক বিকাশগুলো হবে। ইমোশনাল ডেভেলপমেন্টগুলো হবে। এ বিষয়গুলি যদি আমরা না করি তাহলে দেখা যাবে পরবর্তীতে সমাজে মিশতে পারছে না। তার প্রবলেম সলভিং স্কিলগুলো ডেভেলপ করতে পারছে না। তার সোশ্যাল স্কিল, কগনিটিভ স্কিলগুলো ডেভেলপ করছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়