শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৩:৪৩ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারাবত ট্রেন থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার পলাতক আসামি রাসেল গ্রেফতার

স্বপন দেব : সিলেট আদালতে হাজিরা দিয়ে ঢাকা ফেরার পথে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চলন্ত পারাবত এক্সপ্রেস ট্রেনে পুলিশি হেফাজত থেকে এক কিশোর হত্যা মামলার আসামি রাসেল ইসলাম পালিয়ে গিয়েছিল।

পালানোর ১০ মাস পর মঙ্গলবার (২৩ এপ্রিল) সিলেট শহরের শিবগঞ্জ বাজার থেকে শাহপরান থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল রেল থানার পুলিশ। সে সিলেট শিবগঞ্জের ঠাকুরপাড়ার মৃত আকমল মিয়ার ছেলে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন সিরাজী বলেন, আজ বুধবার( ২৪এপ্রিল) সকালে আসামী রাসেলকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, শ্রীমঙ্গল রেলওয়ে থানার (মামলা নং ১ এর তারিখ ১৭ জুলাই ১৮) ধারা ২২৪ পেনাল কোড এবং সিলেট শাহপরান থানার (মামলা নং ৩ তারিখ ২ জুলাই ২০১৮)-এর এজাহার নামীয় পলাতক আসামি ছিল রাসেল ইসলাম।

সে গত বছর ১৭ জুলাই ঢাকা কিশোর অপরাধ উন্নয়ন কেন্দ্র টঙ্গী গাজীপুর থেকে সিলেট আদালতে আসে। আদালতে হাজিরা দিয়ে আবার বিকালের পারাবত এক্সপ্রেস ট্রেনযোগে সে টঙ্গী ফিরছিল।

পথিমধ্যে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা ট্রেনটি অতিক্রমকালে আকস্মিকভাবে পুলিশ হেফাজত থেকে রাসেল ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। দীর্ঘ ১০ মাস পর সিলেটের শাহপরান থানার সহযোগিতায় আটক করে গত মঙ্গলবার বিকালে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় তাকে নিয়ে আসা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়