শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা হারে বিদায় আমিরাতের, বাংলাদেশকে নিয়ে শেষ চারে কিরগিজস্তান

আক্তারুজ্জামান : বঙ্গমাতা গোল্ডকাপের প্রথম আসরে বেশ জোরালোভাবেই শুরু করতে চেয়েছিল মরুভূমি থেকে আসা সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বাংলাদেশের কাছে হার দিয়ে আসর শুরু করা আমিরাতের কিশোরীর দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি। কিরগিজস্তানের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো আল তাহেরির শিষ্যরা। ফলে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে কিরগিজস্তান ও স্বাগতিক বাংলাদেশের।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আরব আমিরাত ও কিরগিজস্তান। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে আরবের কিশোরী দল। গোলের সূচনা করেন বরোনবেকোভা আইজান। কর্নার থেকে উড়ে আসা বলে দারুণভাবে মাথা ছুঁইয়ে আরব আমিরাতের জালে পাঠান আইজান।

এরপর দ্বিতীয় গোলের জন্যও বেশি সময় অপেক্ষা করতে হয়নি। এবারও সেই কর্নার কিক থেকে গোল। ১৭ মিনিটে কেনজেবুবু কর্নার কিক থেকে সরাসরি বল পাঠান আরব আমিরাতের জালে। এরপরই বুনো উল্লাসে মেতে ওঠেন কিরগিজ কিশোরীরা। তবে প্রথমার্ধের আগে এক গোল শোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল আরব আমিরাতও। আলজারকানের গোলের পর বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে গোলের চেষ্টা চালালেও সফলতা পায়নি কেউই। যদিও ৬২ মিনিটে পেনাল্টি উপহার পেয়েছিল পিছিয়ে থাকা আরব আমিরাত। কিন্তু স্পট কিক থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। ফলে ২-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। আর বিদায় ঘণ্টা বাজে আমিরাতের মেয়েদের। সেই সঙ্গে একটি করে জয় নিয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছে কিরগিজস্তান ও স্বাগতিক বাংলাদেশ।

আগামী শুক্রবার এই দু’দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে। উল্লেখ্য যে, বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল ম্যাচের তারিখে পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর শিডিউল অনুযায়ী ৩ মে’র পরিবর্তে ৪ মে একই সময়ে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়