শিরোনাম

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফিদের আগেই ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে স্বপ্না-রুবেলরা

নিজস্ব প্রতিবেদক : মাশরাফি বিন মোর্তুজার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিবে। মাশরাফি-সাকিবদের আগে ইংল্যান্ডের লর্ডসে আরেকটি বিশ্বকাপ মাতাতে যাবে বাংলাদেশ দল। যেখানে খেলার স্বপ্ন পূরণে লাল-সবুজের প্রতিনিধি স্বপ্না-রুবেলরা।
আগামী ৩০ এপ্রিল ইংল্যান্ডে সুবিধাবঞ্চিত পথশিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের নাম দেওয়া হয়েছে ‘স্ট্রিট চাইল্ড’ বিশ্বকাপ। টুর্নামেন্টটির আয়োজনের দায়িত্বে আছে স্ট্রিট চাইল্ড ইউনাইটেড। যেখানে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ আরও ৯টি দল। যারা সকলেই পথশিশু। বিশ্বকাপটি চলবে আগামী ৭ মে পর্যন্ত। বাংলাদেশ দল রওনা হবে ২৬ এপ্রিল।

বাবা-মায়ের পরিচয়হীন শিশুদের পাসপোর্ট পাওয়া নিয়ে শুরুতে বিপত্তি দেখা দিলেও পরবর্তীতে সকল সমস্যা দূর করা হয়েছে বলে জানিয়েছেন দলটির তত্ত্বাবধানে থাকা সোহেল আহমেদ।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে অংশগ্রহণ নিতে যাওয়া ৮ শিশুই বাংলাদেশের লোকাল অ্যাডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) অধীনে ছিল।

ক্রিকেটের স্বপ্নে বিভোর শিশুরা বোর্ডের তদারকিতে আসার আগে ছিল কেরাণীগঞ্জের বছিলার লিডো পিস হোমে। পথশিশুদের সেবাদাতা অলাভজনক সংস্থাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরহাদ হোসেন অভিভাবক হয়ে আগলে রাখেন শিশুদের।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে খুদে এই ক্রিকেটাররা বুধবার এসেছিলেন শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমবারের মতো মিরপুরের মাঠে পা দিয়ে তারা দেখা করেছেন স্বপ্নের ক্রিকেটার তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, রুবেল ও মুস্তাফিজদের সাথে। ৮ সদস্যের স্কোয়াড হলেও দলগুলা মাঠে নামবে ছয়জন করে খেলোয়াড় নিয়ে, যেখানে ছেলে-মেয়ের কোনও বৈষম্য থাকছে না।
পথশিশু বিশ্বকাপের জন্য বাংলাদেশের ৮ ক্রিকেটাররা হলেন- স্বপ্না আক্তার, সানিয়া মির্জা, জেসমিন আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, মোহাম্মদ রুবেল, নিজাম হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়