শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের গ্লাভস-কেডস উপহার দিলেন তামিম

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ এপ্রিল থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ’। সেই বিশ্বকাপে অংশ নিবে বাংলাদেশের আট শিশু। দেশ ছাড়ার আগে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে দেখা করে গিয়েছে তারা। শিশুদের উৎসাহ দিতে তাদের গ্লাভস আর কেডস উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

বড় ভাইদরে, তামিম-মুশফিকরাও দিন গুণছেন ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার বিশ্বকাপের। শুরু করে দিয়েছেন অনুশীলন। আট শিশুর বিশ্বকাপ অবশ্য আরও কাছে। মিশনে যাওয়ার আগে বড় টাইগারদের সাথে দেখা করেছে ক্ষুদেরা। তাদের উৎসাহ দিয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রুবেল হোসেন আর মুস্তাফিজুর রহমানরা। তাদের সঙ্গে ছবিও তুলেছে শিশুরা। ঘুরে দেখেছে ক্রিকেটারদের ড্রেসিং রুম।

আসন্ন বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে যেমন ঘাম ঝড়াচ্ছেন টাইগাররা তেমনি পথশিশুরাও করে যাচ্ছে অনুশীলন। ২৮ মার্চ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে শুরু হয়েছিলো তাদের অনুশীলন। ৮ মে পর্যন্ত চলবে বিশ্বকাপ। এ বিশ্বকাপেও অংশ নিবে দশ দল।

বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশের ৮ জন শিশু পাসপোর্ট হাতে পেয়েছে। এই ৮ জন সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিনিধিরা হল- সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন।

পথশিশুদের বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া ৮ শিশুই ছিল বাংলাদেশের লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) অধীনে। ক্রিকেটের স্বপ্নে বিভোর শিশুরা বোর্ডের তদারকিতে আসার আগে ছিল কেরানীগঞ্জের বছিলায়, লিডো পিস হোমে। পথশিশুদের সেবাদাতা অলাভজনক সংস্থাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরহাদ হোসেন অভিভাবক হয়ে আগলে রেখেছিলেন শিশুদের।

বিশ্বকাপের মূল আসরের আগে স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে পথশিশুদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও তাদের একত্র করে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেওয়াই স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপের লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়