শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুরারোগে আক্রান্ত ভক্তের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের জাতীয় দলের সাবেক অলরাউন্ডারের কাছে দুরারোগে আক্রান্ত ভক্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্যে চেয়েছেন। তাতে সাড়াও দিয়েছেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। ওই ভক্তের নাম মোহাম্মদ আশির। সম্প্রতি আফ্রিদির এক টুইট পোস্টে কমেন্টস করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ওই ভক্ত। তাতে আফ্রিদির সঙ্গে সাক্ষাত করার মনোবাসনা ব্যক্ত করেন।

ওই টুইটে আশির লেখেন, ‘আসসালামুআলাইকুম স্যার, আমি বাহাওয়ালপুরের বাসিন্দা এবং শারীরিকভাবে খুবই অসুস্থ। আমি শরীরের যে পোশাক পরে আছি সেটিও জ্বরাজীর্ণ। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। পাশাপাশি সাহায্য চাই।’

কিছুক্ষণ পরই জবাব দেন আফ্রিদি। টুইটে তিনি লেখেনে, ‘তোমার সঙ্গে যোগাযোগ করার যাবতীয় তথ্য আমাকে পাঠাও।’

বুমবুম আফ্রিদি খুব ভালো করেই জানেন কিভাবে ভক্তদের সম্মান করতে হয় এবং তাদের ভালোবাসা ও সমর্থনের জবাব দিতে হয়। টুইটারে সক্রিয় তিনিও। নিয়মিত অনুসারীদের সঙ্গে মিথস্ক্রিয়া করেন। এ হার্ডহিটিং ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বিশ্বব্যাপী তার ব্যাপক ভক্ত রয়েছেন। সেই তালিকায় আছেন শ্রেণিপেশা নির্বিশেষে সব বয়সী মানুষ।

আফ্রিদি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেন। দেশের হয়ে তিনি ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৯টি-টোয়েন্টি খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়