শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্দিষ্ট সময়ে ট্যাক্স রিটার্ন না দিতে পেরে বিপাকে ট্রাম্প

আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিটার্ন চেয়ে কংগ্রেসের সময়সীমা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। মঙ্গলবার সময়সীমা অতিক্রম করায় বিষয়টি এখন আদালতে গড়াচ্ছে। ৬ বছরের ট্যাক্স রিটার্ন জমা দিতে প্রথমে ১০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেধে দেন মার্কিন হাউজের ওয়েজ এন্ড মিনস কমিটির চেয়ারম্যান রিচার্ড নিয়াল এবং পরে তা ২৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। ইয়ন

রিচার্ড নিয়াল ট্রাম্পের ট্যাক্স রিটার্নের পাশাপাশি তার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদেরও ট্যাক্স রিটার্ন চান। কিন্তু ট্রাম্প তার অর্থনৈতিক তথ্য প্রকাশ করতে চান না তাই হোয়াইট হাউজ সে সময়সীমা প্রত্যাখ্যা করে।

নির্বাচনের সময় ট্যাক্স রিটার্ন প্রকাশের একটি প্রথা যুক্তরাষ্ট্রে যুগযুগ ধরে চলে আসলেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তা অনুসরণ করেননি। ১৯৭০ সাল থেকে দেশটির অধিকাংশ প্রেসিডেন্ট তাদের ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন এবং প্রকাশ করেছেন। কিন্তু ট্রাম্প তা করবেন না। তবে দেশটিতে এ ব্যাপারে আইনি বাধ্যবাধকতাও নেই।

তবে ট্রাম্প এখন তার ট্যাক্স রিটার্ন প্রকাশ করতে না চাইলেও এক সময় তিনি তা প্রকাশ করবেন এবং তার সম্পদের অডিট করাবেন বলে হোয়াইট হাউজের মুখপাত্র হোগান গিডলি জানান।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেন, ট্রাম্পের ট্যাক্স রিটার্নের অনুরোধের বিষয়টি ভেবে দেখা হচ্ছে। তবে আগামী ৬ মে’র আগে চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এবং ইতোমধ্যেই এর আইনি দিক খতিয়ে দেখতে বিচার বিভাগের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়