শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৮:০৩ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্য কোনো দল হলে অনেক আগেই ডাগ আউটে বসিয়ে রাখতো, বললেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনিং ব্যাটসম্যান শেন ওয়াটসন। টানা ব্যাটিং ব্যর্থতায় অনেক আগেই তাকে ডাগ আউটে বসিয়ে দিত যে কোন দল। কিন্তু তার ওপর আস্থা রেখেছে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কোচ স্টিফেন ফ্লেমিং। যে কারণে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ শেষে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়াটসন।

হায়দরাবাদের ম্যাচের আগে বড় কোন ইনিংস ছিল না ওয়াটসনের ঝুড়িতে। শেষ ১০ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মাত্র ১৪৭ রান, ছিল না কোন ফিফটি। টুর্নামেন্টে দলের ১১তম ম্যাচে এসে নিজেকে খুঁজে পেয়েছেন ওয়াটসন। প্রতিদান দিয়েছেন ধোনি-ফ্লেমিংয়ের আস্থার।

৫৩ বলে ৯৬ রানের ইনিংস খেলে জিতিয়েছেন দলকে এবং নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে চেন্নাইয়ের এই ওপেনার বলেন, ‘ব্যাট হাতে বড় স্কোর হচ্ছিলনা। কিন্তু চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আমার উপর আস্থা রেখেছিল। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। এখন পর্যন্ত যে কয়টি দলের হয়ে খেলেছি তাদের হয়ে এমন পারফরম করলে আগেই আমাকে বেঞ্চে বসিয়ে দিতেন তারা। কিন্তু চেন্নাই সেটা করেনি, তারা বিশ্বাস রেখেছে, আমি সেটার প্রতিদান দিয়েছি।’

মঙ্গলবারের ম্যাচের মত গেল আসরের আইপিএল ফাইনালেও জ্বলে উঠেছিলেন ওয়াটসন। চেন্নাইকে তৃতীয় শিরোপা এনে দেয়ার পেছনে মূল কারিগর ছিলেন তিনি। ফাইনালে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে হায়দরাবাদের বিপক্ষে দলের জয় নিশ্চিত করেছিলেন এই অজি তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়