শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠকারিতা, মিথ্যা, প্রতারণা, আমি এবং আমরা

আলফা আরজু

আমি ভীষণ জেদী ও লক্ষ্যে অবিচল মানুষ। কিন্তু আমি রাগী নই। আমি সহজে ধৈর্য হারাই না। আত্মসম্মান আত্মমর্যাদায় টইটম্বুর। আমাকে কেউ লাত্থি দিলে আমি তাকে জবাবে লাত্থি দিই না। তবে লাত্থির স্মৃতি ভুলেও যাই না। আমাকে কেউ সম্মান ও ভালোবাসা দিলে। আমি সত্যি সত্যি জীবন দিয়ে সম্মান ও ভালোবাসা ফেরত দেবার মতো মানুষ। আবার আমার সঙ্গে হঠকারিতা, মিথ্যা, প্রতারণা ও প্রবঞ্চনা করলেÑ‘সুদে-আসলে-কড়ায়-গ-ায়’ ফেরত দিতেও দ্বিধা করি না। আমি ভুল ও ধূর্ততা/চালাকির পার্থক্য জানি। কে ভুল করে আমাকেÑঅপমান করলো আর কে ‘তলা দিয়ে গাছ কেটে, উপর দিয়া পানি দিলো’Ñআমি তাদের আলাদা করতে পারি। কিছু ‘বলিনি, বলি না কিংবা বলবো না’ বলে নিশ্চিত হওয়ার কিছু নেই (হিঃহিঃহিঃ)। অন্যায়Ñআমি করলেও অন্যায়, আপনি করলেও অন্যায়। এটাই সত্য। তাই ‘অমুক-তমুক’ দিয়ে নয়ছয় না করেÑ সহজ/সরলভাবে ভাবুন ‘আপনার মতো আমারও মন আছে, আবেগ-অনুভূতি আছে, ভালোমন্দ লাগা আছে, শখ-আহ্লাদ আছে।’

আমার মধ্যে অহংকার-অহমিকা বলে কিছু নেই, কিন্তু আমি ‘যা চাই’Ñ‘তা চাই-ই’ এবং সেটার জন্য আমি নিজেই কষ্ট করি। কোনো প্রকার কুট-কাচালী-ধুন-ফুন-ঠকবাজি-চালাকি করে নয়। আমি খুব বন্ধুবৎসল মানুষ। আত্মীয়-পরিজন আমার খুব প্রিয়। কিন্তু আমাকে যারা ক্ষুদ্রতম কারণে মন থেকে আত্মীয় ভাবেননি, বন্ধু মানেননি, পরিজন বিবেচনা করেননি, কিন্তু অভিনয় করে গেছেন। তাদের শুধু বলে রাখিÑআমি একলা চলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু অভিনয়ে আমি অভ্যস্ত নই। আমি আমার সীমানা ও শক্তি জানি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়