শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের ম্যাচ দেখতে এসে গ্যালারিতে অদ্ভুত কান্ড করেন অভিনেত্রী (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলের ৩৮তম ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ দেখতে দর্শকদের ভিড় উপচে পড়েছিল গ্যালারিতে। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর বাউন্ডারি-ওভার বাউন্ডারি যেন আরও রোমাঞ্চকর করে তুলেছিল এই ম্যাচটিকে। তবে কর্পোরেট বক্সের ছবিটা অন্যরকম ছিল। সেখানে ছয়জনের একটি গ্রুপ তা-ব চালাতে শুরু করে। ছয়জনের সেই গ্রুপে ছিলেন তেলুগু অভিনেত্রী প্রশান্তি।

জানা গিয়েছে, তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই ওই ছয়জন একের পর এক কা- ঘটাতে শুরু করেন। দাপাদাপি থেকে শুরু করে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়া, অদ্ভুত সব কা- করছিলেন তারা। তাদের এমন তা-বে বিরক্ত হয়ে সন্তোষ নামের এক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তেলেগু অভিনেত্রী এবং তার বাকি ৫ বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। জানা যায়, সন্তোষ নামের ওই ব্যক্তির অভিযোগ সত্যি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সামনের সিটে বসে থাকা এক যুবকের পিঠে চড়ে বসছেন ওই অভিনেত্রী। সঙ্গে প্রচ- চিৎকারও করছেন। সিসিটিভি ফুটেজের ভিডিও এর পরই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তেলেগু সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রশান্তি। তিনি আবার উপস্থাপিকা হিসাবে খ্যাত। আইপিসি ৩৪১, ১৮৮ এবং ৫০৬ ধারায় প্রশান্তিসহ তাঁর পাঁচ বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে হায়দরাবাদ পুলিশ। সমালোচনার ঝড় উঠেছে।

https://www.youtube.com/watch?time_continue=2&v=PwxA9sANzWg

  • সর্বশেষ
  • জনপ্রিয়