শিরোনাম

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণায় মানবতাবিরোধী অপরাধে আনজু ও সোহরাবের মৃত্যুদণ্ড

এস এম নূর মোহাম্মদ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার আটপাড়ার হেদায়েতুল্লাহ আনজু  বিএসসি ও সোহরাব ফকিরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  বুধবার বেলা পৌঁনে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো.শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগ ইত্যাদি বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।  তারা দুজনেই স্বাধীনতা যুদ্ধকালীন শান্তি কমিটির (রাজাকার) সদস্য ছিলেন।

এর আগে গত ৭ মার্চ এই মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়্। মামলার দুই আসামির মধ্যে সোহরাব ফকির কারাগারে রয়েছেন। অপর আসামি হেদায়েতুল্লাহ অনজু বিএসসি পলাতক। নেত্রকোনার মাদুয়াখরি, মোবারকপুর, সুখারি ও মদন গ্রামে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আনা হয়।

আইসিটি তদন্ত টিম ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেয়। মামলায় মোট ৪০ জনকে স্বাক্ষী করা হয়। এই মামলায় হেদায়েতুল্লাহ’র ভাই মঞ্জুকেও অভিযুক্ত করা হয়েছিল। ২০১৭ সালে হাসপাতালে চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়। এরপর মামলা থেকে তার নাম প্রত্যাহার করে নেয়া্ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়