শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:৫২ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহ্যবাহি জব্বারের বলীখেলার ১১০তম আসর গ্রামীনফোনের সৌজন্যে চ্যানেল আইতে সরাসরি

আবু সুফিয়ান রতন : বৃটিশ আমল থেকে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহ্যবাহী লোকজ ক্রীড়া ‘জব্বারের বলীখেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ এপ্রিল। লাল দীগির ময়দানে গত ১১০ বছর যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি এবং অহংকারের এ বলীখেলা। ঐতিহ্যবাহি এ খেলাটি সরাসরি স¤প্রচার করবে চ্যানেল আই গ্রামীণফোনের সৌজন্যে ঐদিন বিকেল ৪টা থেকে।

এ উপলক্ষে ২৩ এপ্রিল চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই সবসময়ই দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে আছে। জব্বারের বলীখেলা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। সেই ধারাবাহিকতায় এবারও এর সঙ্গে থাকবে চ্যানেল আই। দিনদিন জব্বারের বলীখেলা দেখার দর্শকসংখ্যা বাড়ছে। যার তুলনায় লালদিঘি ময়দান বেশ ছোট। তাই বলীখেলার স্থানের আয়তন বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন শাইখ সিরাজ।’

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি সিইও ইয়াছির আজমান এবং গ্রামীণফোনের উর্ধ্বতন কর্মকর্তা মহিউদ্দিন মহি। বলীখেলাকে ঘীরে তিন দিনব্যাপি একই স্থানে বসতে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। এবারের বলীখেলাটি স¤প্রচারে যুক্ত হচ্ছে নতুনত্ব। গ্রামীণফোনের ডিজিটাল ফরমেটে মানুষের হাতে থাকা এন্ড্রয়েড মোবাইলে ‘বায়েস্কোপ’ চ্যানেলে সরাসরি খেলাটি উপভোগ করা যাবে। গ্রামীণফোন পরিবারের পক্ষে জানানো হয় বাংলাদেশের এতিহাসিক এবং ঐতিহ্যবাহী যেকোনো অনুষ্ঠানের সঙ্গে গ্রামীণফোন সব সময়ই যুক্ত থাকবে।

জব্বারের বলীখেলা : ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রাম অঞ্চলের যুবকদের সংগঠিত করতে এবং শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এ খেলার প্রচলন করেন। বর্তমানে এটি দেশের বড় লোকজ উৎসব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়