শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকসভা নির্বাচনের ৩য় ধাপে ভোটগ্রহণ সম্পন্ন, ভোট পড়েছে ৬১.৮১ শতাংশ

আসিফুজ্জামান পৃথিল : ভারতের লোকসভা নির্বাচনের ৩য় পর্যায়ের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ১৫টি রাজ্য ও কেন্দ্রশাষিত এলাকার ভোটাররা এদিন ভোট দেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশশ্চমবঙ্গে। প্রথম দুই ধাপের ধারাবাহিকতায় সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু কাশ্মীরে। ইয়ন নিউজ, এনডিটিভি।

পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭৮.৯৯ শতাংশ। ৭৮.৩৭ শতাংশ ভোট নিয়ে এরপরেই রয়েছে ত্রিপুরা। আসামে ভোট পড়েছে ৭৪.০৫ শতাংশ। দাদরা এবং নগর হাভেলিতে ভোটের পরিমাণ ৭১.৪৩ শতাংশ। গোয়ায় ভোটের পরিমাণ ৭০.৯৭ শতাংশ। কেরালায় ভোট পড়েছে ৬৯.৪৯ শতাংশ। কেন্দ্রশাষিত দমন এবং দিউতে ভোট পড়েছে ৬৫.৩৪ শতাংশ। নকশাল অধ্যুষিত ছত্তিসগড়ে ভোটের পরিমাণ ৬৪.৭০ শতাংশ। কর্ণাটকে ভোট পড়েছে ৬১.৩৯ শতাংশ। মোদীর নিজ রাজ্য গুজরাটে ৫৯.০১ শতাংশ। উড়িশ্যাতে ভোট ৫৮.১৪ শতাংশ। বিহারে ৫৫.১৯ শতাংশ। আর কাশ্মীরে ভোট পড়েছে মাত্র ১২.৮৬ শতাংশ।

তৃতীয় ধাপের ভোটগ্রহণে ভোট দিয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট রাজনীতিবীদ। এদিন আহমেদাবাদে ভোট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। দলটির নেতা বিজয় রুপানি আর অরুণ জেটলি। ৩ জনই ভোট দিয়েছেন আহমেদাবাদের বিভিন্ন কেন্দ্র থেকে। ভোট দিয়েছেন ধর্মেন্দ্র প্রধানও। প্রধান ভোট দিয়েছেন উড়িশ্যার তালচরে। ভোট দিয়েছেন ভারতের দুইবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আসামের দিসপুরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবী, প্রথম দুই ধাপের ভোটই কংগ্রেসের রাতের ঘুম হারাম করে দিয়েছে। উড়িশ্যার কেন্দ্রপাড়ায় এক নির্বাচনী জনসভায় এই কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন প্রথম দুই ধাপের ভোট দিয়েই তার দল কংগ্রেসকে চ্যালেঞ্জ করতে সক্ষম। তিনি ্টুড়ম্যার মুখ্যমন্ত্রী পট্টনায়েককে আবারও আক্রমণ করেছেন। তার দাবি পট্টনায়ক সরকার রাজ্যটিতে সহিংসতা উস্কে দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়