শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৩:৩৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানা প্লাজা ট্র্যাজেডির ছয় বছরে দাঁড়িয়ে আমাদের আত্মজিজ্ঞাসা করতে হয় আমরা কতোটুকু এগিয়েছি আদৌ আমরা এগিয়েছি কিনা? বললেন রাজেকুজ্জামান রতন

সৌরভ নূর : সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ছয় বছর পূর্ণ হলেও দুর্ঘটনার শিকার জীবিত শ্রমিকদের ৫১ শতাংশ এখনো কর্মহীন। শ্রমিকরা শারীরিক ও মানসিক দুর্বলতার কারণেই কাজ করতে পারছেন না। এছাড়াও দুর্ঘটনার পরে ঘোষিত শ্রমিকদের জন্য পোশাক খাতে উন্নয়নে যেসব উদ্যোগের কথা বলা হয়েছিলো, তা বাস্তবায়িত হচ্ছে না। অন্যদিকে শ্রম আইনে দায়ের করা ১১টি মামলা এখনও শ্রম আদালতে বিচারাধীন রয়েছে। রানা প্লাজা ট্র্যাজেডির ছয় বছরে দাঁড়িয়ে আমাদের আত্মজিজ্ঞাসা করতে হয় আমরা কতোটুকু এগিয়েছি, আদৌ আমরা এগিয়েছি কিনা? ২০১৩ সালে ঘটে যাওয়া রানা প্লাজা ট্র্যাজেডি প্রসঙ্গে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আইনি প্রক্রিয়া এতোটাই দুর্বল গোটা দুনিয়াকে নাড়া দিলো, কিন্তু আমাদের দেশের মালিক শ্রেণি ও সরকারকে নাড়া দিতে পারলো না। এখনও একজন শ্রমিক কর্মরত অবস্থায় মারা গেলে তাকে পূর্ণ ক্ষতিপূরণ দেয়া হয় না এবং অবহেলার কারণে মালিকের কী শাস্তি হবে সেটাও এখনো নির্ধারণ করতে পারেনি আমাদের শ্রম আইন। রানা প্লাজার এতো বছর পার হয়ে গেলো অপরাধী কে সেটি প্রমাণ করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়নি। এরপরেও যতোগুলো দুর্ঘটনা আমরা দেখেছি, লক্ষ করা গেছে উদ্ধার তৎপরতাতে আমরা এখনো সেই জায়গাতেই রয়ে গেছি।

রানা প্লাজা ট্র্যাজেডি থেকে আমাদের যে শিক্ষাগুলো নেয়া দরকার ছিলো প্রথমত দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি, নিহত-আহতদের জন্য ক্ষতিপূরণ তাদের চিকিৎসার দায়ভার গ্রহণ করা, এছাড়া দুর্ঘটনার মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ভবনে প্রস্তত রাখা। পাশাপাশি সর্বদা সর্বোচ্চভাবে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা। কেননা ভবনে ফাটল দেখার পরেও শ্রমিকরা কাজে যেতে বাধ্য হয়েছিলো। কাজে না আসলে চাকরি থাকবে না বলে মালিক পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছিলো। জীবিকার তাগিদে স্বল্প মজুরির ফাঁদে পড়ে সেদিনও শ্রমিকরা কাজে যেতে বাধ্য হয়েছিলো, কারণ তাদের পক্ষে কথা বলার মতো কোনো ট্রেড ইউনিয়ন ছিলো না বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়