শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রাখতে অনুপ্রাণিত করবে: স্পিকার

আসাদুজ্জামান সম্রাট : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘মুজিববর্ষ ২০২০’ উদযাপন নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করবে। দেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে ভবিষ্যৎ তরুণদেরকে উৎসাহিত করবে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে জাতীয় সংসদের পক্ষ থেকে ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও করণীয় সভায় তিনি একথা বলেন।

প্রস্তুতি সভায় গণপরিষদ, জাতীয় সংসদ, বিভিন্ন সভা সেমিনার ও আন্তর্জাতিক অঙ্গণে বঙ্গবন্ধুর বক্তব্য প্রদর্শন, প্রচার ও পুস্তিকা সংকলন, বিশিষ্ট দেশী-বিদেশী নাগরিকদের আমন্ত্রণ, বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সামাজিক দর্শন নিয়ে বিশেষ ডকুমেন্টারী প্রস্তুত ও প্রদর্শণ, সংসদ ভবনকে সুসজ্জ্বিতকরণ, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন, জাতীয় সংসদে বঙ্গবন্ধু কল্যাণ তহবিল গঠন, সংসদীয় স্থায়ী কমিটিতে মুজিব বর্ষ উদযাপন আলোচ্যস‚চিতে অন্তর্ভ‚ক্তকরণ এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ‘‘মুজিব বর্ষ ২০২০’’ উদযাপন বিষয়ে প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভার শুরুতে শ্রীলংকায় উপসানালয় ও হোটেলে বর্বরোচিত হত্যাকান্ডের নিন্দা ও শোক জানানো হয়। শেখ সেলিম এমপি’র নাতি শিশু জায়ানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সভায় ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ ন‚র-ই- আলম চৌধুরী এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, তোফায়েল আহমেদ এমপি,আমির হোসেন আমু এমপি, সাবের হোসেন চৌধুরী এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মো: শামসুল ইসলাম টুকু এমপিসহ বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতিরা অংশ নেন।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়