শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরির জন্য টাকা না দেয়ার পরামর্শ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের

মো.আল-আমিন : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চাকরি পাওয়ার জন্য কারো সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেয়া হয়েছে। চ্যানেল আই

জনসংযোগ কর্মকর্তা মেহেদী শাহনেওয়াজ জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে একটি করে অস্থায়ী ভিত্তিতে তৈরি দপ্তরী কাম প্রহরী পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের উদ্দেশ্যে জারিকৃত নীতিমালা অনুযায়ী, উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। এই পদটি সরকারের রাজস্ব খাতের কোন পদ নয়। এটি সম্পূর্ণ অস্থায়ী পদ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযোগ পাওয়া যাচ্ছে যে, এই পদে নিয়োগের জন্য কোন কোন ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করা হচ্ছে। যেহেতু এই পদটি সম্পূর্ণ অস্থায়ী পদ এবং এটি রাজস্ব খাতের কোন পদ নয় সেহেতু এই পদে যারা নিয়োগ পাচ্ছেন তাদের চাকরি স্থায়ী হওয়ার কোন নিশ্চয়তা নেই।

এই অবস্থায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়, দপ্তরী কাম প্রহরী পদে চাকরি নেয়ার জন্য কোন ব্যক্তি, কর্মকর্তা বা কোন প্রতিষ্ঠানকে অর্থ প্রদান সমীচীন হবে না। এতে এই পদে চাকরী প্রার্থী ও চাকরী গ্রহীতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। সুতরাং সম্পূর্ণ অস্থায়ী পদ হিসেবে তৈরি দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ লাভের জন্য কোনরূপ আর্থিক লেনদেন না করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়