শিরোনাম

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:১৫ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী অধিবেশনে সম্প্রচার আইন পাশ হলে সাংবাদিকদের চাকুরিচ্যুতি ঠেকানো যাবে, বললেন তথ্যমন্ত্রী

জিয়ারুল হক : বেসরকারি চ্যানেলের চাকুরিচ্যুতি ঠেকাতে গণমাধ্যমকর্মী ও সম্প্রচার আইন দ্রুত সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র। মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে তারা এ দাবি জানান।

জবাবে মন্ত্রী বলেন, চলতি অধিবেশনে গণমাধ্যমকর্মী ও সম্প্রচার আইন উত্থাপন সম্ভব নয়, তবে আগামী অধিবেশনে এ আইন সংসদে উত্থাপন হলে সাংবাদিকদের চাকুরিচ্যুতি ঠেকানো যাবে।

এদিকে, এখন থেকে বিদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে ডাউনলিংক করে নয়, প্রচার করতে হবে ক্লিনফিড। আর তাতে কেবল অপারেটররা ব্যর্থ হলে আইন প্রয়োগ করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। ডাউন লিংক ফি এর ক্ষেত্রে সমতা আনা হবে বলেও জানান তিনি।

সম্প্রচার সাংবাদিক কেন্দ্র থেকে এশিয়ান মিডিয়া সামিটের আয়োজন করলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়