শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর হাতে রোপণকৃত আমগাছ; সংরক্ষণ নয়, কেটে ফেলার পায়তারা করছেন বন কর্মকর্তারা

অলক কুমার দাস, টাঙ্গাইল : সংরক্ষণ নয়, ধংস করার পায়তারা, বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা করছেন টাঙ্গাইলের বন কর্মকর্তারা। আর তারই প্রথম ধাপ সম্পন্ন করেছেন রেঞ্জার মুশফিকুর রহমান মানিক।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলে বঙ্গবন্ধুর নিজ হাতে রোপনকৃত আমগাছের প্রায় সবকটি ডাল কেটে ন্যাড়া করেছেন স্থানীয় বন কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলার দোখলা রেঞ্জ অফিসের নিকটস্থ ভিআইপি রেষ্ট হাউজের উত্তর-পশ্চিম পাশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত আমগাছটির ডালপালা কেটে বিক্রি করে দিয়েছেন তারা। ডালপালা কাটার ফলে ঐতিহাসিক এ গাছটি এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ দোখলা রেঞ্জ কর্মকর্তা মানিক মিয়া তার লোকজন দিয়ে গাছটির ডালপালা কেটে বিক্রি করেছেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এ গাছটির ডাল কাটায় মধুপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা যায়, মধুপুরের অরণখোলা মৌজায় সংরক্ষিত বনভূমিতে ১৯৬২ সনে নির্মিত বন বিশ্রামাগারটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর পূণ্য স্মৃতিবহন করে আসছে। ১৯৭১ সনের ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিনদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ সর্বশেষ এ বন বিশ্রামাগারে অবস্থান করেছিলেন। বাংলাদেশের সংবিধান রচনার সাথেও এই বনবিশ্রামাগারের সংশ্লিষ্টতা রয়েছে বলে বন বিভাগের স্মৃতি ফলকে এখনও দৃশ্যমান।
এ বিষয়ে বিশ্রামাগারের পিছনে চুনিয়া গ্রামের ১১০ বছর বয়সের বৃদ্ধ গারো আদিবাসী জনিক নকরেক জানান, ১৯৭১ সনে বঙ্গবন্ধু এ বিশ্রামাগারে অবস্থানকালে এ আমগাছটি রোপন করেছিলেন। এ অঞ্চলের বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত পরেশ চন্দ্র মৃ তার সঙ্গে ছিলেন। বঙ্গবন্ধুকে একনজর দেখতে আমরা সেখানে উপস্থিত ছিলাম। একই মন্তব্য করেন প্রয়াত পরেশ বাবুর ভাতিজা অজিত রুগা (৭০) এবং ভূটিয়া গ্রামের প্রকাশ চন্দ্র মৃ (৯৫)।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দা ও কয়েকজন বন কর্মচারীরা জানায়, রেঞ্জার মুশফিকুর রহমানের বঙ্গবন্ধুর প্রতি কোন শ্রদ্ধা বা ভালবাসা নাই। তিনি অবশ্যই স্বাধীনতার পক্ষের লোক নন। রেঞ্জার মুশফিকুর রহমান একজন বন খেকে অফিসার। তার কাছে বন নিরাপদ নয়।
ওই অঞ্চলের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, জাতির জনক বঙ্গবন্ধুর নিজ হাতে রোপনকৃত আমগাছের ডাল কাটার মত এমন দুঃসাহস বন কর্মকর্তা পেলেন কোথা থেকে? এ ব্যাপারে শীঘ্রই স্থানীয় এম.পি কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দোখলা রেঞ্জ কর্মকর্তা মুশফিকুর রহমান মানিক জানান, বন বিশ্রামাগারটি সংস্কার করা হবে। ওই স্থানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ এবং ফুলের বাগান করা হবে। এই জন্য ডিএফও স্যার শ্রমিকদের গাছের ছোট ছোট ডাল ও পাতা কাটতে বলেছিলেন। কিন্তু ওইদিন আমি টাঙ্গাইলে থাকায় শ্রমিকরা কিছু কাঠের লোভে পড়ে বড় কয়েকটি ডাল কেটে ফেলেছে।
জেলা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদ খান আমগাছের ডাল কাটার নির্দেশের কথা অস্বীকার করে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত নন। ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়