শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌম্যর রেকর্ডে ঢাকা লিগের শিরোপা জিতলো আবাহনী

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সৌম্য সরকারের রেকর্ডের দিনে ২০১৮-২০১৯ মৌসুমের শিরোপা জিতলো আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রেখেছে শক্তিশালী দলটি।

বিকেএসপিতে এদিনও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার। তার রেকর্ড গড়া ইনিংসে ভর করে বড় লক্ষ্য তাড়া করেও দল পেয়েছে সহজ জয়। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে শেখ জামাল। তানবীর হায়দারের অপরাজিত ১৩২ রানের ইনিংসে ভর করে এই সংগ্রহ পায় দলটি, যদিও শুরুতে দ্রুত উইকেট হারিয়ে পড়তে হয়েছিল চাপে। এছাড়া ইলিয়াস সানি ৪৫ ও মেহরাব হোসেন ৪৪ রান করেন। আবাহনীর পক্ষে মাশরাফি বিন মুর্তজা একাই শিকার করেন চারটি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নামা আবাহনী উড়ন্ত সূচনা পায় দুই ওপেনার সৌম্য ও জহুরুল হকের ব্যাটে চড়ে। উদ্বোধনী জুটি ভাঙে ৩১২ রানে। জহুরুল ১০০ রান করে আউট হয়ে গিয়ে এই জুটি ভাঙ্গে। তবে অপ্রতিরোধ্য সৌম্য সরকার দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। তার আগে ১৫৩ বলের মোকাবেলায় ২০৮ রানের অবিশ্বাস্য এক ইনিংস উপহার দেন, যেখানে ছিল ১৪টি চার ও ১৬টি ছক্কা। এই বীরোচিত ইনিংসের মাধ্যমে প্রিমিয়ার লিগে একগাদা রেকর্ডও গড়েছেন সৌম্য। তার ব্যাটে ভর করে দল জয় পায় ৯ উইকেট ও ১৭ বল হাতে রেখেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়