শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়লা উৎপাদনের পদ্ধতি নিয়ে ফুলবাড়িতে হতাহতের ঘটনা স্বত্ত্বেও জ্বালানি মন্ত্রণালয়ে নতুন উদ্যোগ

মাকসুদা লিপি: এক দশকেরও বেশি সময় পর আবারও কয়লা উত্তোলন করতে চায় জ্বালানি মন্ত্রণালয়। ৪ খনিতে মজুদ কয়লার ২৫ ভাগ উত্তোলন করলে ২২ বছর ধরে উৎপাদন করা যাবে অন্তত ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, কয়লা উত্তোলনে সর্বোচ্চ পর্যায়ে কথা বলেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এনিয়ে সবসময়ই ধীরে চলো নীতিতে চলে সরকার, যা প্রশ্নবিদ্ধ। অন্যদিকে কয়লা উত্তলনে বিনিয়োগ একটা বড় সমস্যা বলে মনে করেন পেট্রোবাংলার সাবেক এক চেয়ারম্যান। চ্যানেল ২৪

উত্তরবঙ্গের বিস্তীর্ন এলাকা যেমন দিনাজপুর আর রংপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি, দিঘীপাড়া আর খালাসপীরের মাটির নীচে রয়েছে এই মহামুল্যবান সম্পদ। এই মজুদের পরিমাণ ৩ হাজার মিলিয়ন টনেরও বেশি। অন্যদিকে জয়পুরহাটের জামালগঞ্জের মাটির গভীরে রয়েছে আরও ১ হাজার মিলিয়ন টনের মজুদ।

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বললেন, অফুরন্ত এই সম্পদ ব্যবহার করতে আবারও উদ্যোগ নিচ্ছেন তারা।
এখন তেমন একটা আলোচনা না হলেও গত দশকে কি পদ্ধতিতে এই কয়লা তোলা যায় তা নিয়েই বিতর্ক করেছেন বিশেষজ্ঞ, পরিবেশবিদ আর বাম রাজনীতিবিদরা। বিশেষকরে মাটি খুড়ে সব কয়লা তোলার পদ্ধতি- উন্মুক্ত খনন নিয়েই ঘটেছে যতো বিপত্তি। মূলত এই পদ্ধতির প্রতিবাদে ২০০৬ এ দিনাজপুরে ফুলবাড়িতে হয় বড় ধরনের প্রতিবাদ। আইনশৃংখলাবাহিনীর গুলিতে নিহত হন ৬ জন। এই ঘটনার পর থেকেই কয়লা নিয়ে আর বেশিদূর এগোয়নি সরকার।

বড়পুকুরিয়া, ফুলবাড়ি, দীঘিপাড়া আর খালাসপীরে দেড়শো থেকে ৪০০ মিটার গভীরে রয়েছে কয়লা। এসব স্থানে আন্ডারগ্রাউন্ড মাইনিং পদ্ধতিতে অন্তত ৩০ ভাগ কয়লা তোলা সম্ভব। তবে সেক্ষেত্রে নিতে হবে আধুনিক ব্যবস্থা।

দীঘিপাড়ার কয়লা তুলতে একটি সম্ভাব্যতা যাচাই ইতিমধ্যে শেষ করেছে দেশের একমাত্র কয়লা কোম্পানী বিসিএমসি। আর খালাসপীরে দেশীয় বেসরকারি কোম্পানী হোসাফ হোল্ডিং কয়লা তোলার অনুমতি চেয়ে আবেদন করলেও এ বিষয়ে সিদ্ধান্ত দেয়নি পেট্রোবাংলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়