শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোকাহত শেখ সেলিমের বাসায় সহকর্মীরা

রুহুল আমিন : শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শেখ সেলিমের দৌহিত্র জায়ান চৌধুরীর মরদেহ বুধবার দেশে আনার প্রস্তুতি চলছে। আহত জামাতা মশিউল হক চৌধুরীর দুই পা মারাত্মক জখম হওয়ায় তাকে আরো ১৫ দিন হাসপাতালে থাকতে হবে। একাত্তর টিভি।

এদিকে শেখ সেলিমের পরিবারকে সমবেদনা জানাতে সরকারের বর্তমান ও সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের দলীয় নেতারা তার বাসায় ভীড় জমাচ্ছেন। শেখ সেলিমের মেয়ে আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী ও ছেলে জায়ান চৌধুরী ছুটিতে তাদের পরিবার কলম্বোর সাংরিলায় বেড়াতে যান। তারা হোটেলের নিচ তলায় খেতে গিয়ে হামলার শিকার হন। মারা যায় জায়ান চৌধুরী আহত হন তার বাবা মশিউল হক চৌধুরী।

জায়ানের পরিবারকে দেখতে শেখ সেলিমের স্ত্রী ও ছেলে শেখ নাঈম এবং প্রধানমন্ত্রীর সাথে ব্রুনাই সফরে থাকা বড় ছেলে শেখ ফাহিমও কলম্বো গেছেন। প্রিয় নাতি ও দৌহিত্র জায়ানের মৃত্যুতে শেখ সেলিমের পরিবার ও আওয়ামী লীগ শোকাহত।

শিল্পমন্ত্রী নুরূল মজিদ মাহমুদ হূমায়ন বলেন, শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরীর দুই পা মারাত্মক জখম হয়েছে। এই অবস্থায় তো তাকে সাথে সাথে দেশে আনা যায় না। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ বলেন, এই হামলা অপ্রত্যাশিত। এ ঘটনার সান্তনা দেওয়ার মেতো ভাষা নেই।

এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম হানিফ বলেন, সব নানার কাছেই নাতী তার খুব আপনজন। এ ঘটনায় সবচেয়ে শোকাহত শেখ সেলিম। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ৮ বছরের নিষ্পাপ ছেলে জায়ান এভাবে মারা যাবে কেউ কল্পনা করে নাই। তার মৃত্যুতে আমরা খুব মর্মাহত। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, বুধবার তার মরদেহ আনার সব প্রস্তুতি চলছে।

দুপুরে বনানী কবরস্থানে প্রিয় নাতির কবরের জন্য নির্ধারিত স্থান দেখতে যান শেখ সেলিম ও তার ভাই শেখ মারুফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়