শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেফুদা গ্রেপ্তার হননি, কাল মাঠে নামবে পুলিশ

সালেহ্ বিপ্লব : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে বহুল আলোচিত-সমালোচিত সেফুদাকে গ্রেপ্তার করেছে অস্ট্রিয়া পুলিশ। ভিয়েনাপ্রবাসী সাংবাদিক আহমেদ ফিরোজের বরাত দিয়ে বেশ কজন প্রবাসী এ খবর জানিয়েছেন ফেসবুকে। আরো অনেকেই তাদের টাইমলাইনে খবরটি শেয়ার করেছেন। অনেক অনলাইন পোর্টালেও খবরটি এসেছে।

এ ব্যাপারে সঠিক তথ্য জানতে কিছুক্ষণ আগে আমরা আহমেদ ফিরোজের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন, সেফুদাকে গ্রেফতারের কথা সঠিক নয়। তবে সেফুদার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। মামলা তদন্ত করবে অষ্ট্রিয়া ক্রিমিনাল পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। অস্ট্রিয় পুলিশ বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে। তারা বলেছে, এটি একটি স্পর্শকাতর বিষয়, খুব সাবধানে তদন্ত করতে হবে।

সেখানকার পুলিশের কাছে সেফুদার বেশ কিছু ভিডিও ক্লিপ দেয়া হয়েছে। পুলিশ দোভাষীর মাধ্যমে ভিডিওগুলোর বক্তব্য শুনবে। তারপর ব্যবস্থা নেবে। অস্ট্রিয় পুলিশ যদি মনে করে, সেফাতউল্লাহ সেফুর বক্তব্য অনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আহমেদ ফিরোজ জানান, ক্ষতিকর প্রমাণ হলে সেফুদার ভিডিও কন্টেন্টগুলো অনলাইন থেকে ডিলিট করে দেয়া হবে। আর এসব বক্তব্য প্রচারের জন্য তার ৬ মাস থেকে এক বছরের কারাদণ্ড হতে পারে। আর যদি প্রমাণ হয়, সেফুদার মানসিক ভারসাম্য নেই, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করবে অস্ট্রিয় সরকার। পুলিশ জানিয়েছে, আগামীকাল তারা তদন্ত শুরু করবেন। তদন্ত শেষ করতে এক সপ্তাহ সময় লাগতে পারে।

উল্লেখ্য, অশ্লীল কথাবার্তাসম্বলিত ভিডিও প্রচার করে নিজেকে তুমুল পরিচিত করে তুলেছেন এই সেফুদা। মদ খাওয়ার পক্ষে প্রচারণা তার অন্যতম বিখ্যাত কাজ। কদিন আগে তিনি পবিত্র কোরআন শরীফ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, বাজে আচরণ করেন। এরপর অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা সেখানকার বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে এর প্রতিকার দাবি করেন। রাষ্ট্রদূত অস্ট্রিয়া সরকারের সাথে এ ব্যাপারে কথা বলার আশ্বাস দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়