শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে এমডিকে খাওয়ানোর উদ্যোগ

স্বপ্না চৌধুরী : ‘ওয়াসার পানি শতভাগ সুপেয়’ এমন দাবির প্রতিবাদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন জুরাইনবাসী।

এই উদ্যোগে নেতৃত্ব দেয়া মিজানুর রহমান বলেন, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের পূর্ব জুরাইনবাসী ওয়াসার অবহেলায় অতিষ্ঠ। গত ১০ বছর ধরে আমরা ওয়াসার পানি ব্যবহার করতে পারি না। এলাকাবাসীর উদ্যোগে ডিপ টিউবল স্থাপন করা হয়েছে। সেখান থেকে কিনে পানি ব্যবহার করতে হয়। অথচ, ক’দিন আগে ওয়াসার এমডি হাস্যকরভাবে দাবি করেছেন, ‘ঢাকার পানি শতভাগ সুপেয়’।

মিজান জানান, জুরাইন এলাকায় ১০ বছর আগে ওয়াসার পানি ফুটিয়ে ব্যবহার করা যেত। কিন্তু ১০ বছর ধরে তাও সম্ভব হয় না। ময়লা কালো পানি আসে ওয়াসার পাইপ থেকে। ২০১২ সালে আমরা এলাকাবাসী এমডি বরাবর দরখাস্ত করেছিলাম সমস্যা সমাধানের দাবি জানিয়ে। বর্তমান এমডিই তখন থেকেই এই পদে আছেন। তিনি আশ্বাস দিলেও ৮ বছরে কোনো সমাধান হয়নি।

সম্প্রতি টিআইবির এক রিপোর্টের প্রতিবাদ করে ওয়াসা এমডি দাবি করেন, ঢাকার শতভাগ পানি সুপেয়।

মিজানের প্রশ্ন, তাহলে কি জুরাইন এলাকা ঢাকার ভেতরে নয়?

তিনি আরও বলেন, যেহেতু এমডি মনে করছেন ঢাকার সব পানিই সুপেয়। তাহলে এই পানি দিয়ে বানানো শরবত খেতে তার আপত্তি থাকার কথা নয়। তাই আগামীকাল আমরা এই আয়োজনের উদ্যোগ নিয়েছি।

মিজান জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে শরবত নিয়ে হাজির হবেন জুরাইনবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়