শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় দু’শতাধিক এতিম-দুঃস্থ শিশুদের মাঝে পুলিশ কর্মকর্তার পোশাক বিতরণ

মাহফুজ নান্টু : মানুষ মানুষের জন্য। কথাটির যথার্থ প্রমান মিলে মুরাদনগর থানার অফিসার্স ইনচার্জ একেএম মনজুর আলমকে দেখে। একজন পুলিশ অফিসারের দায়িত্ব পালন শেষে সবাই ঘরে ফিরে স্ত্রী সন্তানদের সাথে সময় পার করে। সেখানে সামাজিক মানবিক দায়বদ্ধতার কথা স্মরণ করে থানার অধীন কোন শিক্ষার্থী লেখাপড়া করতে পারছেনা,টাকার অভাবে কোন পরিবারের বিবাহ উপযুক্ত মেয়েকে টাকার অভাবে বিয়ে দিতে পারছেন না। এমন খবর রাখেন ও তাদের দরজায় হাজির হয়ে সাধ্যনুযায়ী সহয়তা করেন। এমন সামাজিক ও মানবিক কাজের ধারাবাহিকতায় আজ মুরাদনগর উপজেলার দু' শতাধিক এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন।

আজ সোমবার দুপুরে উপজেলার রহিমপুর হেজাজিয়া এতিম খানার দু'শতাধিক এতিম অসহায় ও দুঃস্থ শিশুদের মাঝে পোযাক বিতরণ করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম।
এ সময় মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, এতিমখানার পরিচালক কাজী লোকমান হোসেন, আহসান হাবিব শামিম, আরিফুল ইসলাম শাহেদ, রুহুল আমীন, আবিদ আলীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মুরাদনগরে যোগদানের পর ওসি মনজুর আলম বিভিন্ন এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে এতিম দুস্থ এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে ভাল খাবার এবং অন্য বস্ত্র বিতরণ করে আসছেন। মুরাদনগরে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন।

তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক, বাল্য বিবাহ বন্ধে সচেতন সভা করেন । এ ছাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেন শিক্ষার মান বজায় থাকে সে লক্ষ্যে সচেতনামূলক সভার আয়োজন করেন। একজন পুলিশ কর্মকর্তার এমন গুনাবলী দেখে মুরাদনগরের সচেতন মহলের কাছে বেশ জনপ্রিয় পুলিশ অফিসার হিসেবে পরিচিতি পেয়েছেন।

সামাজিক ও মানবিক এমন কাজের বিষয়ে পুলিশ কর্মকর্তা মনজুর আলম জানান, আসলে শুধু অর্পিত দায়িত্ব পালনেই আপনার আমার কাজ শেষ হয় না। স্ব স্ব অবস্থান থেকে যদি সমাজে বসবাসরত মানুষগুলোর দুঃখ দুর্দশার পরিত্রান না করতে পারি তাহলে মানুষ হিসেবে আমরা ব্যর্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমি ব্যর্থ মানুষ হয়ে বেঁচে থাকার চেয়ে সাধারণ মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়ে এ জীবনটা পার করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়