শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে রাস্তায় শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকের সঙ্গে অভিনেতা মিশা সওদাগর

আবু সুফিয়ান রতন : এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবানা। মিডিয়ার কোথাও নেই আজ তিনি। নেই খবরের শিরোনামেও। নিজ থেকেই গুটিয়ে নিয়েছেন এ অঙ্গন থেকে। তবে ব্যক্তিগত জীবনে স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই জীবন যাপন করছেন। থাকছেন আমেরিকায়। মাঝে মাঝে দেশে আসছেন। সেটাও অনেকটা গোপনেই। জানছেন না কেউ।

তাই ঢাকাই ছবির কিংবদন্তী এ নায়িকার দেখা পাওয়াটা বেশ দুস্করই বলা যায়। অনেকটা আকাশের চাঁদের মতো। তবে মজার বিষয় হচ্ছে প্রতি বছরই দেশে আসেন ১৯ বছর আগে অভিনয়কে বিদায় জানানো এ নায়িকা। দেশকে ভুলেননি। দেশের প্রতি ভালোবাসার টানেই প্রতি বছর আসা বলে জানিয়েছিলেন।

সর্বশেষ দুই বছর আগে দেশে আসা হয়েছিল তার। এই মাঝের সময়টাতে শাবানাকে দেখা যাচ্ছিলনা কোথাও। হুট করে দেখা গেলো নিউইয়র্কের রাস্তায়। সেটাও ঢাকাই ছবির আরেক জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের সেলফিতে।

শাবানা এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন। স্বামী ও সন্তানকে নিয়ে সেখানেই থাকছেন। বাংলাদেশের মিডিয়া অঙ্গনের কাছের কেউ সেখানে গেলে দেখা পায় শাবানার। এবার ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে ঢাকার অনেক শিল্পীই গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। গিয়েছিলেন মিশা সওদাগরও। সেখানে যাওয়ার পরই গত ১৭ এপ্রিল মিশা দেখা করেন শাবানা ও তার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিকের সঙ্গে । ওজোন পার্ক এলাকায় সেদিন তারা একসঙ্গে রাতের খাবারও খান। হোটেলে ফেরার পথে মিশা সেলফিতে নিউইয়র্কের মুহূর্তটা ধরে রাখেন।

সেই সেলফিটি ফেসবুকে পোস্ট করে মিশা লিখেছেন ‘দ্য লিজেন্ড, দ্য লেসন’।

এ বিষয়ে মিশা বলেন, ‘ শাবানা আপার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। যুক্তরাষ্ট্রে গেলেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ হয় আমার। কারণ শাবানা আপার কাছে আমি অনেক ঋণী। আজকের মিশা সওদাগর হওয়ার পিছনে তার অবদান অনেক। তাই কখনও তার পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলে সেটা মিস করিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়