শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ বলে সেঞ্চুরি!

ডেস্ক রিপোর্ট : এ যেন ছক্কার বৃষ্টি। একাই মারলেন ২০ ছক্কা! যাতে মাত্র ২৫ বলে সেঞ্চুরি পূরণ করলেন জর্জ মানসি। গ্লুচেস্টারশায়ার ‘সেকেন্ড ইলেভেন’-এর এই ব্যাটসম্যান টর্নেডো ইনিংসটি খেলেছেন বাথ সিসি’র বিপক্ষে।

টি-টোয়েন্টির ম্যাচটি আনঅফিসিয়াল হওয়ার রেকর্ড বইয়ে হয়তো নাম উঠছে না মানসির, তবে তার এই ঝড়ো ইনিংসটি মনে রাখার মতো। ১৭ বলে করেন তিনি ‍প্রথম ৫০ রান, আর পরের ৫০ করতে লেগেছে মাত্র ৮ বল! ব্যস, ২৫ বলে হয়ে গেল সেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ৩৯ বলে স্কটিশ ব্যাটসম্যান করেন ১৪৭ রান।

মানসি তার ইনিংসে ৫ চারের সঙ্গে মেরেছেন ২০ ছক্কা, যার মধ্যে এক ওভারেই আছে ৬ ছক্কার মার। প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ক্রিস গেইলের, ‍ক্যারিবিয়ান তারকা ৩০ বলে পূরণ করেছিলেন ১০০ রান। অফিসিয়াল ম্যাচ হলে গেইলকে ছাড়িয়ে যেতেন তার চেয়ে ৫ বল কম খেলে সেঞ্চুরি করা মানসি।

অফিসিয়াল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস ক্রিস গেইলেরও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে হার না মানা ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান হার্ডহিটার। যাতে বেঙ্গালুরু করেছিল ৫ উইকেটে ২৬৩ রান। যদিও দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড আফগানিস্তানের, চলতি বছরে শুরুতেই হযরতউল্লাহ জাজাইয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানরা ৩ উইকেটে করেছিল ২৭৮ রান।

তাদের সেই কীর্তিকে ছাড়িয়ে গেছে গ্লুচেস্টাশায়ার। মানসির সেঞ্চুরির সঙ্গে ৫৩ বলে তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন তার ওপেনিং সঙ্গী জেপি উইলোস। ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে গ্লুচেস্টারশায়ার করেছে অবিশ্বাস্য ৩২৬ রান! আইসিসি ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়