শিরোনাম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমোথেরাপির দিতে আবারও সিঙ্গাপুর গেছেন রুবেল

নিজস্ব প্রতিবেদক: গত মাসে সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রেইন টিউমারে সফল অস্ত্রোপচার করে দেশে ফিরে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। অস্ত্রোপসার সফল হলেও টিউমারের শঙ্কা যেনো না থাকে সেই জন্য কেমোথোপি ও রেডিওথেরাপির আশ্রয় নিতে হচ্ছে তাকে। সেই জন্য আবারও সিঙ্গাপুর গেলেন এই পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘কেমোথেরাপি ও রেডিওথেরাপি নিতে সিঙ্গাপুরে এসেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

কেমোথেরাপি ও রেডিওথেরাপি সম্পন্ন করার জন্য প্রায় দেড় মাস সিঙ্গাপুর থাকতে হবে রুবেলকে। থেরাপি ঠিকভাবে না দেওয়া গেলে আবারও জেগে উঠতে পারে টিউমার, হতে পারে ক্যান্সারও। তাই রুবেলের সেরে ওঠার জন্য সামনের দিনগুলো বেশ গুরুত্বপূর্ণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল বিশ্বকাপ মাঠে বসে দেখতে না পারার আক্ষেপও প্রকাশ করেন। দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া এই ক্রিকেটার বলেন, ‘এবারের বিশ্বকাপ মাঠে বসে দেখার খুব ইচ্ছা ছিল। বিপিএলের সময় সাইফউদ্দিন বলেছিল যদি বিশ্বকাপ দলে থাকি তাহলে সব ম্যাচের টিকেট আপনাকে দিব। ইচ্ছা আর বাস্তবতা কখনো কখনো এক হয় না এটা জানা ছিল। কিন্তু বাস্তবতা যে কতটা নিষ্ঠুর হতে পারে এটা কল্পনাতেও আসেনি!’

তবে বিশ্বকাপে দলকে সমর্থন দিতে যেতে না পারলেও জানিয়েছেন শুভকামনা। ‘অল দ্যা বেস্ট টিম বাংলাদেশ, ইনশাআল্লাহ্ ভালো কিছু হবে এবার।’ বলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়