শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১১:৫৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ ছিনতাই চক্রের এক সদস্য আটক

আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা ছিনতাইকারি চক্রের মুল হোতা রাজু আহম্মেদ (২৮)কে সোনাতলার বাউলাহাট থেকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে আটক করা হয়। আটককৃত রাজু আহম্মেদ বগুড়া জেলার কাহালু উপজেলার বিবির পুকুর গ্রামের আব্দুল করিমের ছেলে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত ১৮ এপ্রিল দিবাগত রাতে আক্কেলপুর উপজেলার খোসলাপাড়া গ্রামের গোলাম মওলা ঢাকা থেকে কোচ যোগে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডে নেমে তাকে এগিয়ে নিতে আসা নাহিদ ও জামাল হোসেনের সাথে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন বাড়ীর উদ্যেশ্যে রওয়ানা হন। তারা রাত ৩টায় মুরইল-রাইকালি সড়কের বটতলি নামকস্থানে পৌঁছিলে ছিনতাইকারিরা তাদের পথরোধ ও বেদম মারপিট করে মোটরসাইকেলসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়।

আদমদীঘি থানা পুলিশ এ ঘটনার পর রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ ছিনতাইকারি ধরতে তৎপরতা শুরু করলে গত রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ফোর্সসহ একদল পুলিশ সোনাতলা থানা পুলিশের সহযোগীতায় বগুড়ার সোনাতলার বাউলাহাট থেকে রাজুকে আটকসহ একটি চোরাই মোটসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। পরে আটক রাজুর দেয়া তথ্যানুসারে মোটরসাইকেল ছিনতাইকারি চক্রের অপর সদস্যদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে বলে পুলিশ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়