শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকদের আখের সাড়ে ৩২ কোটি টাকা পরিশোধ করতে পারেনি নাটোর চিনিকল

মো. কাউছার ঃ চিনি বিক্রি করতে না পারায় কৃষকদের আখের সাড়ে ৩২ কোটি টাকা পরিশোধ করতে পারেনি নাটোর চিনিকল। এতে টাকার অভাবে জমিতে নতুন মৌসুমের আখের পরিচর্যা করতে পারছেন না কৃষকেরা। সময় টিভি

এদিকে চিনিকলের কর্মকর্তা কর্মচারীদের ৩ মাসের বেতন বকেয়া পড়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অবশ্য কর্তৃপক্ষ বলছে, কৃষকদের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে। চলতি মাড়াই মৌসুমে নাটোর চিনিকলে ৬ হাজার ৬শ ৮৯ মেট্রিক টন চিনি উৎপাদন করা হলেও বিক্রি হয়েছে মাত্র ১ হাজার ৮শ' ১৮ মেট্রিক টন।

গত আখ মাড়াই মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকার ১ লাখ সাড়ে ২১ হাজার মেট্রিক টন আখ ক্রয় করে নাটোর চিনিকল। তবে কৃষকদের ঋণ বাবদ ৬ কোটি ৫৩ লাখ টাকা পরিশোধ করলেও বাকি টাকা এখনো বকেয়া।

কৃষকরা বলেন তিন মাসের বেতন বাকি থাকার কারণে তাদের সন্তানেদের লেখাপড়ার খরচ চালাতে পারছেন না।
কৃষকদের বিল ও শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নাটোর চিনিকলের এ শীর্ষ কর্মকর্তা।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ বলেন, চাষিদের কিছু মূল্য পরিশোধের ব্যবস্থা হচ্ছে। ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়