মো. কাউছার ঃ চিনি বিক্রি করতে না পারায় কৃষকদের আখের সাড়ে ৩২ কোটি টাকা পরিশোধ করতে পারেনি নাটোর চিনিকল। এতে টাকার অভাবে জমিতে নতুন মৌসুমের আখের পরিচর্যা করতে পারছেন না কৃষকেরা। সময় টিভি
এদিকে চিনিকলের কর্মকর্তা কর্মচারীদের ৩ মাসের বেতন বকেয়া পড়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অবশ্য কর্তৃপক্ষ বলছে, কৃষকদের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে। চলতি মাড়াই মৌসুমে নাটোর চিনিকলে ৬ হাজার ৬শ ৮৯ মেট্রিক টন চিনি উৎপাদন করা হলেও বিক্রি হয়েছে মাত্র ১ হাজার ৮শ' ১৮ মেট্রিক টন।
গত আখ মাড়াই মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকার ১ লাখ সাড়ে ২১ হাজার মেট্রিক টন আখ ক্রয় করে নাটোর চিনিকল। তবে কৃষকদের ঋণ বাবদ ৬ কোটি ৫৩ লাখ টাকা পরিশোধ করলেও বাকি টাকা এখনো বকেয়া।
কৃষকরা বলেন তিন মাসের বেতন বাকি থাকার কারণে তাদের সন্তানেদের লেখাপড়ার খরচ চালাতে পারছেন না।
কৃষকদের বিল ও শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নাটোর চিনিকলের এ শীর্ষ কর্মকর্তা।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ বলেন, চাষিদের কিছু মূল্য পরিশোধের ব্যবস্থা হচ্ছে। ।