শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত সাম্প্রদায়িক পোস্টে লাইক কমেন্ট না করার অনুরোধ পুলিশের

সুজন কৈরী : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর রাজধানী ঢাকাসহ পুরো বাংলাদেশে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। পুলিশের সব মাঠ পর্যায়ের অফিসারদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের এডিসি মো. নাজমুল ইসলাম নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে বলেন, শ্রীলঙ্কার সরকার ও জনগনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে আমরা সদা প্রস্তুত।

তিনি বলেন, আবহমানকাল থেকে এ দেশে সকল সম্প্রদায়ের নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান উল্লেখযোগ্য ভাবে প্রতিভাত হয়। তদুপরি এই জঘন্য হত্যাকাণ্ডের বিষয়কে নিয়ে বাংলাদেশের বিশেষ কিছু মহল সাম্প্রদায়িক কনফ্লিক্টকে উস্কে দিচ্ছে, যা নিঃসন্দেহে ঘৃণ্য কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অনেকের উগ্র সাম্প্রদায়িক পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাই বিতর্কিত সাম্প্রদায়িক পোস্ট, কমেন্ট বা শেয়ার থেকে বিরত থাকুন। সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ এ বিষয়ে সাইবার মনিটরিং জোরদার করেছে। যারাই এহেন অপকর্ম করবেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। সম্মানিত নাগরিকদের আহবান জানাই, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে যে কোন ধরনের চরমপন্থাকে প্রতিহত করি এবং বৈশ্বিক শান্তি অর্জনে অংশীদারি হই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়