শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ ঘন্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

রাসেল হোসেন, ধামরাই (ঢাকা) : দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কাজে যোগ দিয়েছেন ঢাকার ধামরাই উপজেলার বারবারিয়া আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকেরা। সোমবার (২২এপ্রিল) সকাল ৮টা থেকে ঢাকা- আরিচা মহাসড়কে যানবাহন চলাচল শুরু।

এর আগে ৬ টা থেকে বেতন-ভাতা বৃদ্ধি ও সরকারি ছুটি বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল পৌনে ৯ টার দিকে কাজে যোগ দেয় শ্রমিকেরা।

কারখানার হেড অব প্ল্যান্ট অফিসার নূর ফেরদৌস  জানান, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ভোর থেকে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি দাওয়া পূরণ করা হবে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়